আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন অনির্বাচিত কারো হাতে তিনি ক্ষমতা দিবেন না , বা অনির্বাচিত কাউকে তিনি তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারে বসাবেন না । খুব ভালো কথা । কিন্তু একজন সাধারন বিচার বুদ্ধি সম্পন্ন লোক ও জানেন যে নির্বাচনের ৩ মাস আগে ক্ষমতা ছাড়লে বা সংসদ ভেঙ্গে দিলে কেউ তখন নির্বাচিত থাকে না । আর তিনি যদি নিজেই সরকার প্রধান থেকে নির্বাচন করেন সেটা কেউ মানবেও না বা আমাদের দেশের প্রেক্ষিতে গ্রহণযোগ্যও হবে না । তবে আসল কথা হল সংসদ বহাল রেখে পৃথিবীতে কোথাও জাতীয় নির্বাচন হয় না ।
যাই হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনির্বাচিত লোক জন চক্ষুশূল । কিন্তু তাঁর চারপাশেই কিন্তু ঐ সব লোক জনে ভর্তি । আসুন দেখে আসি , কে কে আছেন সেই তালিকায় । লিস্টে আরও অনেকেই বাদ পরেছেন সিউর । কারো জানা থাকলে জানাবেন । আপাতত দেখে আসি বড় চেয়ার গুলোতে অনির্বাচিত কারা আছেন ।
১. মন্ত্রী সভায় আছে অনির্বাচিত লোক । তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রী । এটা দোষের কিছু না , কিন্তু শত হলেও অনির্বাচিত ...
২. মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা রা অনির্বাচিত । সেটাও দোষের কিছু না মানলাম । কিন্তু অনির্বাচিত তো , নাকি ?
৩. ঢাকা সিটি কে ২ ভাগ করে ২ জন অনির্বাচিত লোক দিয়ে মেয়রের পদে বসিয়ে রেখেছেন । নাগরিক সুবিধা সব শেষ করে এই আমলা গুলো আর কর্মকর্তারা , কর্মচারীরা লুটপাট করছেন ইচ্ছামত । সিটি কর্পোরেশনের সম্পদ বিনষ্ট করছেন । হয়তো কোনদিন নির্বাচিত মেয়র এসে দেখবে কর্পোরেশনের সম্পদ বলে কিছু নেই ।
৪. পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি মহদয় রা অনির্বাচিত । ডাকসু সহ সকল কলেজ , ভার্সিটির ছাত্র রাজনীতির সম্পর্কিত সকল নির্বাচন বন্ধ । সবখানেই অনির্বাচিত লোকজন । মানে ইলেক্টেড না হয়ে সিলেক্টেড লোক জনে ভরপুর ।
৫. আর নিজেদের দলের কাউন্সিলের কথা নাইবা বললাম । .........
প্রশাসনের সর্বত্র এমন অনির্বাচিত আমলা দিয়ে লুটপাটের সুযোগ করে দিচ্ছেন প্রতিনিয়ত । অনির্বাচিত লোকজন কিন্তু শেখ হাসিনার বেশি প্রিয় বলে মনে হচ্ছে । কিন্তু ঐ ক্ষমতার লড়াইয়ে , নির্বাচনের সময়েই শুধু অপ্রিয় । তাই তাঁর মুখে অনির্বাচিত শব্দটা শুনলেই কেমুন জানি লাগে । সত্যি বলতে কি , গাঁ জ্বলে ।