দুনিয়াতে যেইটা সবচেয়ে বেশি জরুরি না হইলেই না, তার দাম কম।যেমনঃ খাবার কোনোটাই হবে না , লবণ ছাড়া , কেজি কত? দাম কত ? কিন্তু পোলাও কি প্রতিদিন খাওয়া যায়?? পোলাও কি আমাদের প্রয়োজনের খাবার নাকি শখের খাবার?
বাড়ি বানাতে লাগে লোহা । এক কেজি লোহার দাম কত ? একটা দেশের অবকাঠামো বানাতে কোনটা বেশি লাগে ? লোহা নাকি স্বর্ণ??
যদি আমাদের দামের বিচারে দুনিয়া চলতো , তাহলে দুনিয়ার অবস্থা আরো অনেক অনেক খারাপ হইত।
আমাদের আসলে দাম বিচার করার ক্ষমতাই কম ।আমরা সহজে যেইটা পাইয়া যাই, সেইটাকে ফালতু, স্বস্তা মনে করি ; আর যেইটা ছাড়াও আমাদের চলবে , কেউ মরবে না, সেইটাই আমাদের কাছে সবচেয়ে দামি মনে হয়।
সেইজন্যই দুনিয়া হয়তো আমাদের কাছে এতো প্রিয় , এতো দামি , এতো বেশি মূল্যবান যে আমাদের জীবনের মূল্যবান সময় গুলোও আমরা পুরাপুরি অর্থহীন অনেক কিছুর পেছনেই ব্যয় করি; বাড়ি বানাই যেইটাতে হয়তো নিজেরাই থেকে যেতে পারি না, গাড়ির পেছনে ছুটি কিন্তু হয়তো ঘুরার বয়স ই পার হয়ে যায়
( আজকের বয়ানের সারমর্ম / নিজের জীবনকে নিয়ে ভাবা দরকার/ প্রতিদিন, প্রতিমাসে, প্রতিবছরে কি পাচ্ছি , কি করছি )
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ সকাল ৭:৪৬