##বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভালো সুযোগ সুবিধা দিতে হবে এবং অবশ্যই তাদের বেতন-ভাতা ২০১৫ সালের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে । নতুবা উনারা কিভাবে তাদের কাজে সততার সাথে, চিন্তামুক্ত হয়ে কাজ করবেন??!!সাথে সাথে বাংলাদেশের সব স্তরের শিক্ষকদের ব্যপারেও উনাদের কথা বলা উচিত , কারণ কেউ পয়দা হয়েই বিশ্ববিদ্যালয়ে আসে না , ১২ বছরের স্কুল-কলেজ জীবনে অনেক শিক্ষকের পরিশ্রম আর সহযোগিতায় যোগ্য হয়ে , ভালো ছাত্র-ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় পায়, আমাদের দেশে ; তাই স্কুল-কলেজের শিক্ষকদের জীবনমান এবং সেলারী বাড়ানোর ব্যপারেও বিশ্ববিদ্যালয়ের সজাগ aar সোচ্চার থাকা অবশ্যই দায়িত্বের মধ্যে পড়ে।
================================
????!!!!####বিশ্ববিদ্যালয় , পাবলিক গুলো , যারা পাবলিক এর পয়সায়, সাধারণ মানুষের ট্যক্স-ভ্যট এর পয়সায় চলে , যেই কাজের কারণে , সরকারের সাথে একটা বিষয়ে দাবি আদায়ের জন্য তারা কি তাদের কাজ বাদ দিয়ে এটা করতে পারেন? দাবি আদায় যদি হয়ে যায়, তবে এই সময়, এই ক্ষতিপূরণ , ্যেটা শিক্ষার্থিদের হচ্ছে, এটা কি পূরণ হবে? শিক্ষার্থীদের শাস্তি দিচ্ছেন কেনো?? যারা আন্দোলন করছেন তারা কি প্রতিবাদে পদত্যগ করেছেন কেউ ???? তারা কি বেতন নেয়া বন্ধ করেছেন কেউ?? বেতন নিচ্ছেন , চাকরি ও ছাড়ছেন না; সব বর্তমান সুযোগ সুবিধা নিচ্ছেন , এই সরকার থেকেই, কিন্তু সরকারের সাথে একটা ইস্যুতে (অবশ্যই যৌক্তিক ইস্যু ), শিক্ষার্থীদের জীবন কেনো নষ্ট করছেন??? তাদের একদিন বেশি ক্যম্পাসে থাকলে যেই ব্যয় টা হয় , যেই সময়টা নষ্ট হয়, সেইটা কি আপনারা দিতে পারবেন??একদিন দেরি করার কারণে , সার্টীফিকেট না পাবার কারণে আজকে যেই চাকরি করার সুযোগ সে হারালো সেইটার দায় কে নিবে????শিক্ষার্থীদের কে শাস্তি দিচ্ছেন কেনো???সেইটা কিভাবে ন্যয়সংগত ??জবাবদিহি কে করবে এটার??!!!
একজন শিক্ষার্থীদের জন্য মাসে ৩-৫হাজার টাকা পাঠানো ৯০% এর বেশী পরিবারের জন্য , জানেন কতো কঠিন একটা ব্যপার??!!!!আপনাদের জন্য এই খরচটা বেড়ে যাচ্ছে প্রতিদিন।
ক্লাস নিয়ে, সব ঠিক রেখে ও তো দাবি আদায় করা যায়।অন্ততঃ শিক্ষার্থীদের ক্ষতি করে শিক্ষকরা দাবি আদায় করার চেষ্টা করছে, ব্যপারটা ভয়ংক
???####শিক্ষকরা আন্দোলন করে হয়তো পেয়ে যাবেন তাদের পাওনা, আর যতদিন না পাচ্ছেন , আগের সুযোগ-সুবিধাগুলো তো চলতে থাকবেই, আর সরকার ও চলবে উনাদের মতো ; কিন্তু মাঝখান দিয়ে ছাত্র-ছাত্রীরা যেই সময় হারাবেন, সেশন জটে পড়বেন , অতিরিক্ত যেই টাকাটা খরচ করতে বাধ্য হবেন , সেইটা কে দিবে?? সমঝোতা হবার পর , তারা কি ক্ষতিপূরণ পাবেন??? চাইলেও কি সেইটা পুরাপুরি দেয়া সম্ভব???!!!একদিনের জন্য যেই ছেলে বা মেয়ে বিসিএস পরীক্ষা দিতে পারে নাই , তাকে গিয়ে উত্তর দিন। এক সপ্তাহের জন্য , যে এম এস এর একটা সেশন মিস করলো তাকে উত্তর দিন। একদিনের জন্য যে , চা্করিতে আবেদন করতে পারে নাই, তাকে উত্তর দিন
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২