গতকাল দেখলাম এই সময়ের ক্রেজ ফুয়াদ আল মুক্তাদির বাংলাদেশ সম্পর্কে বলেছেন- " Fuck this bloody hell hole, and its politics, and everything about it! ... I am done here." তিনি এ কথা বলেছেন কারন তার গাড়িতে কে বা কারা ঢিল মারছে এবং এতে তাঁর গাড়ির গ্লাস ভাংছে , তাঁর প্রিয় স্ত্রী মায়ার চুলে গ্লাসের গুড়া পড়েছে ।
আজকে আমার এক বাল্যবন্ধুর ফেসবুক স্ট্যাটাস -
F.... Hate this country....
মজার ব্যাপার হলো- উভয়ক্ষেত্রেই এরা আবার প্রবাসী মাগার যতদুর জানি দুইজনের একজনও বৈদেশে জন্মায় নাই।দেশের আলো,বাতাস গ্রহন করে জীবনের একটা পর্যায়ে বিদেশ গিয়ে থিতু হয়েছেন জীবনেরই দায়ে । এখন কিছুদিনের জন্য বাংলাদেশে এসেই দেশকে ওনারা FUCK করতেছেন। অদ্ভুত...বিদেশ গিয়াই ওনারা এখন আর দেশকে চিনতে পারতেছেন না (এযেনো কাকের পুচ্ছদেশে পেখম লাগিয়ে নিজেকে ময়ুর ভাবা)। যেকারনে ওনারা দেশকে FUCK করতে চাচ্ছেন তার পেছনে কিন্তু আছে কিছু রাজনৈতিক ফায়দালোভী মানুষ, কিন্তু উভয়ক্ষেত্রে পরগাছা স্বরুপ এই প্রবাসী পাবলিকগুলো একটাবারের জন্যও তা উল্লেখ করেন নাই। একবারের জন্যও এরা কেউ বলেন নাই - FUCK THOSE BASTARDS WHO PUT THIS COUNTRY ON FIRE ।
ইলিয়াস কাঞ্চনের বৌ মারা গেলেন সড়ক দুর্ঘটনায়, তখনো কিন্তু উনি একবারও বলেন নাই- বাংলাদেশ, তোরে আমি চুদি। এমনকি সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ মারা গেলেও তার বিদেশ বিভুঁয়ে বৌ ক্যাথরিন মাসুদ বাংলাদেশ সম্পর্কে একটা বাজে কথাও বলেন নাই, বরং তিনি এখনো দেশের চলচ্চিত্রে অবদান রেখে যাচ্ছেন।
কবি আলাওলের ভাষায় বলতে হয়-
যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবানী
সেজন কাহার জন্ম নির্নয়, ন জানি।
N.B-
"Deepest reverence to all the leaders of Bangladesh's history, regardless of political orientation. We are truly indebted to their courage and vision that resulted in this wonderful country that we can call our own." এইটা ফুয়াদ আল মুক্তাদিরের ১৫-ই ডিসেম্বরের স্ট্যাটাস। প্রতিবছর ২১শে Feb.,২৬শে March, ১৪ ই April, ১৬ই December আমরা যে ভন্ডামির পরিচয় দেই তার খুব-ই ছোট একটা উদাহরন। ২০ দিনের মাথাতেই wonderful country , bloody hell hole হয়ে গেলো। হাহাহাহা....হায়রে দেশপ্রেম , হায়রে ভন্ডের দল।
I wish বাংলাদেশ থেকে মীরজাফর রপ্তানি করা যেতো....রপ্তানীলব্দ্ধ টাকা দিয়ে কয়েকটা পদ্মাসেতু সহজেই তৈরী করা যেতো।