'সম্পর্ক', যে শব্দের পেছনের আবেগ এবং মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে মানবজাতি সৃষ্টির অনাদিকাল থেকে আজ পর্যন্ত এই বন্ধুর পৃথিবীতে সারভাইভ করে আসছে, সেই 'সম্পর্ক' শব্দটার ভেতরের আবেগ আর মায়ার বন্ধন আজ বড় বেশী ভঙ্গুর এবং স্বার্থযুক্ত। ব্যাক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা,যোগাযোগ ব্যাবস্থার সহজলভ্য অপব্যাবহার, সম্পর্কের ভেতরের দৃঢ় বন্ধনকে আলগা করে দিচ্ছে। সম্পর্কের বন্ধনে আবদ্ধ মানুষগুলো ঝরে পড়ছে মালা থেকে খসে পড়া মুক্তোর মতো। বাবা-মায়ের সাথে সন্তান অথবা বলা যায় সন্তানের সাথে বাবা-মা, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী কোন সম্পর্ক-ই আজ চিরস্থায়ী নয়,অবশ্য-ই মৃত্যু যেকোন সম্পর্কের ইতি ঘটায় তবে প্রকৃতির এ অমোঘ নিয়ম থেকেও মানবসৃষ্ট কারন গুলোই বর্তমান সময়ে সম্পর্কের ইতি ঘটাতে বেশী পারদর্শী বলে মনে হচ্ছে।
আপনি যার সাথে প্রেম করছেন,তার সাথেই আপনার বিয়ে হবে- এ বিষয়ে আপনি ১০০% গ্যারান্টি এখন দিতে পারবেন না(আগেও পাওয়া যেতনা, তবে সেটা পরিবারের মুরুব্বী গোত্রীয় মানুষগুলোর জন্য)।যেকারনে আজ 1st Love/2nd Love বা True Love নামক শব্দগুলোর উৎপত্তি। আপনি যাকে বিয়ে করেছেন(প্রেমের বিয়ের ক্ষেত্রেও), তার সাথেই যে সুখে-দু:খে, জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে একসাথে বুড়িয়ে যাবেন সততার সাথে এই নিশ্চয়তাও আপনি কোনভাবেই দিতে পারবেন না। এমনকি মোটামুটি সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছে, এমন কাছের মানুষ-ই যে কাল সকালে সঙ্গী হারানোর তীব্র হাহাকার মেশানো অশ্রুজলে আপনাকে ভিজিয়ে দিবেনা, এ নিশ্চয়তাও আপনি আজ পাবেন না এবং মৃত্যু অবশ্যই এক্ষেত্রে দায়ী নয়।
পৃথিবীতে যে সম্পর্ককে সব থেকে অটুট মনে করা হয়, সেই মা-সন্তান সম্পর্কও এথেকে রেহাই পায়নি। পত্রিকা খুললে অনেক সময়ই আমরা দেখি কিছু পাষন্ড সন্তান মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে বা লঞ্চঘাট/বাস স্টেশনে রেখে লাপাত্তা। এসময় আমরা অনেক সময়ই মুরুব্বীদের দীর্ঘ নি:শ্বাস ফেলে বলতে শুনি- 'ছেলে হয়ত মাকে ছেড়ে গেছে,কিন্ত মা কি পারে?' না, আগেকার দিনের মায়েরা আসলেই পারতেন না ,এমনকি ডিভোর্স হলেও সন্তান নিয়ে স্বামী-বাড়ি ছেড়ে আসতেন অথবা সন্তানকে নিজের কাছে রাখার জন্য আইনি লড়াইয়ে কোমর বেধে নামতেন। 'সেই দিন কি আছে,দিন বদলাইছে না' যুগের মায়েরা শুধুমাত্র 'মা' কথাটা উচ্চারন করতে পারে এমন সন্তানকে ফেলে দিয়ে এমনকি হত্যা করে প্রেমিক প্রবরের হাত ধরে ঘর হতে বেড়িয়ে যেতে এক মুহুর্ত দ্বিধা করেনা(ধন্য তাদের প্রেম-ভালোবাসা,লাইলি-মজনু/রোমিও-জুলিয়েট ফেইল এদের কাছে)।
মাঝে মাঝে ভাবি, আগের দিনে জন্ম নিলেই মনে হয় ভালো হতো- সম্পর্কগুলোর গভীরতা,মায়া,সততা, স্থায়ীত্ব নিয়ে মনে শংকা থাকত না।