বিগত কিছুদিন থেকে 'গুন্ডে' মুভির সমালোচনায় ফেসবুক বেশ সরগরম কারন এই মুভিতে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও এর তীব্র নিন্দা জানাই এবং ভারতীয়দের নিচু মন-মানসিকতার সমালোচনা করি।
কিন্ত যে ব্যাপারটা আমাকে বেশী অবাক করে তা হলো- আমরা নিজেরা কি আমাদের ইতিহাসকে শ্রদ্ধা জানাই ? আমরা কিভাবে অন্য দেশের সমালোচনা্য় মুখর হই যখন আমরা নিজেরাই নিজেদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করি ? '০১-'০৬ পর্যন্ত সরকারী গনমাধ্যম এবং পাঠ্যবইয়ে স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে- ৬ দফা আন্দোলন, '৬৯ এর গন-অভ্যুথ্থান, '৭০ এর নির্বাচন, সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে পুরোপুরি অগ্রাহ্য করে সম্পূর্ন নতুন এক ইতিহাস রচনা করা হয়েছিল। তখন কিন্তু আমাদের চেতনায় একটুও আঘাত লাগেনি। আর বর্তমান সরকার তো আরও এক কাঠি সরেশ-পারলে বঙ্গবন্ধুকে ভাষা সৈনিকও করে ফেলে আর পারলে শহীদ জিয়াউর রহমানকে সাধারন সেপাই বানায়ে দেয়।
আরো অবাক করার মতো ব্যাপার হলো দুই দলই ক্ষমতায় যাওয়ার জন্য স্বাধীনতা বিরোধী শক্তির সাথেই Alliance করে। হাস্যকর ব্যাপার হলো যারা এই দেশের অস্তিত্বেই কখনো বিশ্বাস করেনি এবং স্বাধীনতা যুদ্ধকে 'গন্ডগোলের সময়' বলে আক্ষায়িত করে তারাও আবার 'গুন্ডে' মুভির সমালোচনায় মুখর, কারন স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতিতে উনাদের চেতনাও প্রবলভাবে নাড়া খেয়েছে।(হাসবো না কাদবো বুঝতাছিনা)
এবার আসি আত্মসমালোচনায়-
আমরা নিজেরা কি ইতিহাস এবং ঐতিহ্য সচেতন ? বইমেলায় গিয়ে আমরা কয়জন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই কিনি বা নূতন প্রজন্মের হাতে তুলে দিই? কিনলেও সেটা হয়ত বুক সেলভের শোভা বর্ধিত করার নিয়তেই কেনা হয়। মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের দেশে কয়টা মুভি হইছে?? হাতেগোনা কয়েকটা....কারন এসব মুভি আমরা দেখিনা,এগুলো আমাদের বোর করে ।
২১শে February, ২৬শে March, ১৬-ই December দিন গুলোতে ইতিহাস নিয়ে আমরা এমন মাতামাতি করি যে তা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে চলে যায়। যেখানে আমরা নিজেদের ইতিহাসই বিকৃত করি, সেখানে এইসব দিন গুলোতে আমরা পর্যবেক্ষন করে বেড়াই ভারত/পাকিস্তানের ইতিহাস বইতে আমাদের মুক্তিযুদ্ধকে কিভাবে চিত্রিত করে তাদের নূতন প্রজন্মকে কি শেখাচ্ছে। নিজেদের ফুটার খবর নাই, অন্যের ফুটার খোজ করে বেড়াই আর তা নিয়ে পাড়া (পড়েন ফেসবুক/ব্লগ) গরম করে বেড়াই(যত্তসব ভন্ডামি)।
যে নিজের সম্মান দিতে জানে , অন্যরাও তাকে সম্মান করে। তাই অন্যের সমালোচনা করার আসুন আগে নিজের দোষ বের করে সেগুলো সুধরাই, নিজেদের ইতিহাস সঠিকভাবে জানি এবং অন্যকে জানাই।