অশিক্ষিত, অর্ধশিক্ষিত গার্মেন্টসকর্মীদের মাঝেও একতা আছে, ওদের কোনো একজন মারা গেছে/ মালিকপক্ষ আটকায়ে রাখছে (যে গার্মেন্টসের-ই হোক) কথাটা শোনা মাত্রই ওরা এক হয়ে হুলস্থুল কান্ড ঘটিয়ে বসে এবং একটা বিহিত করে ছাড়ে বেশীরভাগ ক্ষেত্রে (মালিকপক্ষ লোক দেখানো হলেও নিদেনপক্ষে ক্ষতিপূরণ দেয়/ দেয়ার আশ্বাস দেয়)।
আর আমাদের অতি শিক্ষিত ডাক্তার সমাজকে দেখুন। ব্যাকটেরিয়া-ভাইরাসকে ছাত্রাবস্থায় যেমন আমরা অনেকগুলো শ্রেনীবিন্যাস করতাম,এই ডাক্তার সমাজের মধ্যেও অলিখিত হাজারটা শ্রেনীবিন্যাস বিদ্যমান- দেশি-বিদেশী, সরকারী-বেসরকারী, সরকারী হইলে DMC/SSMC এবং অন্যান্য, বেসরকারী হইলে কে আগে, কে পরে, রাজনৈতিকভাবে ড্যাব/ স্বাচিপ তো আছেই। মোদ্দা কথা হলো এদের মাঝে কোনো একতা নাই। তাই এই প্রজাতির কেউ খুন হলে, ধর্ষিত হলে, মিথ্যা অভিযোগে প্রহৃত হলে এমনকি আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক অন্যায়ের শিকার হলেও এই প্রজাতির রাঘব-বোয়ালরা ভিকটিমকে কোনো না কোনো শ্রেনীবিন্যাসে ফেলে নিজের দায়িত্ব শেষ করে। আর যাদের চামড়া একটু পাতলা তারা প্রতিবাদস্বরুপ ফেবু এ নিজের প্রোফাইল পিকচার/কাভার ফটো কিছুদিনের জন্য বদলিয়ে রাখে-'চিকিৎতসকদের জন্য নিরাপদ কর্মস্থল চাই।' কিছু লেখালেখি হয় ফেবু এ (জনদরদী সাংঘাতিক ভাইরা আবার এই প্রজাতির চরম শত্রু বিধা্য় লেখাগুলো কোনো পত্রিকায় আসেনা), কয়দিন মানব বন্ধন হয়, তারপর কালের গর্ভে সব হারিয়ে যায়।
জাতির মেধাবী সন্তানদের ভেতর কবে ঐক্য আসবে? কবে এরা একতাবদ্ধ হয়ে সকল অন্যায়ের সমুচিত জবাব দিবে?? আমরা কি সেই সুদিন দেখে যেতে পারবো???