নরওয়ের রাষ্ট্রীয় টিভিতে নয়া প্রতিবেদন: ‘পল্লীফোনের নারীরা উধাও’
‘গ্রামীণফোনের উপকারভোগী নারীরা আর নেই। কথিত ৫০ হাজার গ্রামেও একটি পল্লীফোনের দেখা মেলেনি।’--এই মর্মে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন এনআরকে এবার আরো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া নরওয়ের প্রতিষ্ঠান ‘টেলিনর’ বাংলাদেশ থেকে কীভাবে ‘অলাভজনক প্রতিষ্ঠান’ গ্রামীণ টেলিকমের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আয় করছে তারও একটি বিবরণ দেওয়া হয়েছে।
গত ১ ডিসেম্বর স্থানীয়... বাকিটুকু পড়ুন
