দেশপ্রেম! মুখ দিয়ে বল্লাম বা দুই ইন্চি জায়গায় কালি লিখে দিলাম ব্যাস হয়ে গেল দেশপ্রেম বা দেশকে ভালবাসা!! দেশপ্রেম তো আর গাছে ধরে না!
আমরা কি দেশপ্রেম বুঝি?
বার বার জাতীয় সংঙ্গীত গাইতে গাইতে মুখস্ত হয়ে গেছে!! একবারও কি বুঝতে শ্রেষ্ঠা করেছি জাতীয় সংঙ্গীতের কথাগুলোর মানে কি?
আমি যদি জাতীয় সংঙ্গীত গাই তা মিথ্যে বা লোক দেখানো হবে।
আমি কি বাংলাকে ভালোবাসি ?
বুকে হাত দিয়ে বলতে পারবনা যে আমি আমার দেশকে ভালোবাসি! কারন আমি জানিই না দেশকে কিভাবে ভালোবাসতে হয়!
হে আমি দেশকে তথা বাংলাকে ভালো বেসেছিলাম, যখন বিদ্যা-বুদ্বির হাতে খরির সময় ছিল, মানে প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত!!
অনেক স্বপ্নের হাতেখরি হয়েছিল তখন, সবই ছিল আমার দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার!
কিন্তু দশম শ্রেনীর পর যখন একা একা চলতে শিখলাম তখন থেকে নতুন শিক্ষা অর্যন শুরু হল, আর তা হল কিভাবে দুর্নীতির সাথে বা দুই নাম্বারির সাথে খাপখায়িয়ে বেঁচে থাকা যায়!!
আর ভুলে গেলাম প্রথম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রতিদিন কি সপথ করেছিলাম, হায় আমার দেশ।
না বুঝে বলছি আমি দেশপ্রেমিক!
না বুঝে প্রতিদিন গেয়েছিলাম জাতীয় সংঙ্গীত!!
না বুঝে প্রতিদিন পাঠ করেছিলাম সপথ!!!
দেশপ্রেম, জাতীয় সংঙ্গীত, সপথ তো আর রুপকথা নয়, যে বলার জন্য বল্লাম বা গাওয়ার জন্য গাইলাম বা পাঠ করার জন্য পাঠ করলাম!!
আমাদের মন এবং রক্তে পচন ধরে গেছে!!
হতভাগিনী দেশ মায়ের অভাগা সন্তান
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩