আজ আমি গীতা সরকার, তুমি গীতা সরকার, সে গীতা সরকার, তাহারা গীতা সরকার.... আমরা ১৬ কোটি গীতা সরকার..... বাংলাদেশটা আমাদের।
১টি নয়, ২টি নয়...৪৪ বৎসর চলে গেছে... হায় স্বাধীন বাংলাদেশ!!
আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি। দয়াকরে ভুলে যাবেন না, সেই রোজগারের অংশ দিয়ে আপনারা দেশ পরিচালনা করেন। আপনারা আজ আমাদের অচলাবস্থা তৈরি করেছন, আর আপনারা নিজেরা আরাম আয়েশ করছেন।
আজ আপনারা রেষারেষি করে আমাদের রোজগারের পথ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন।
কি দোষ আমাদের? আপনারা তো আমাদের গোলাম, আমাদের দেয়া অর্থে আপনারা জীবিকা নির্বাহ করেন।
কি এমন আছে ক্ষমতায় ? যে ক্ষমতা ছারা যাবে না অথবা ক্ষমতায় আসতেই হবে!!
আপনারা কি ভাবছেন আমরা কিছু বুঝিনা...!!!
আপনারা সে যুগের/আমলের!! দয়া করে ভুলে যাবেন না, আমরা আধুনিক যুগের তরুণ প্রজন্ম। দয়া করে এটাও ভুলে যাবেন না, আমাদের সমর্থন ছারা আপনারা বিলুপ্ত হয়ে যাবেন।
দেশ প্রেম করেন না দেশ ধর্ষন করেন....?
এখনও সময় আছে নিজেদেরকে সংশোধন করেন তা না হলে তরুণ প্রজন্ম তথা গীতা সরকাররা আপনাদের পালানোর পথ দেবে না।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১