- নীল আকাশের বুকে ভেসে বেড়ানো সাদা মেঘ আমার ভীষন ভালো লাগে। আচ্ছা, তোমার কেমন লাগে?
- একদম ভালো লাগে না। বরং ঘন কালো মেঘে ঢাকা আকাশ আমার ভালো লাগে।
- তোমাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠব। তাবুতে গল্প করে কাটিয়ে দেব এক রাত।
- আমার উচ্চভীতি আছে, পাহাড়ের চূড়ায় উঠব না। তার চেয়ে কোনো এক বিকেলে রিকশায় দুজনে হারাবো অচেনা পথে।
- আচ্ছা, পালতোলা নৌকায় কোনো এক গোধূলী বেলায় আমরা নদীর ঢেউ গুনবো?
- পালতোলা নৌকায় আমার দম বন্ধ হয়ে আসে। বড্ড ভয় লাগে যদি নদীতে ডুবে যায়।
- আচ্ছা, তোমার সাথে আমার কোনো ইচ্ছা, ভাবনা ও চিন্তার বিন্দুমাত্র মিল নেই। তারপরও তুমি বিহীন কোনো কিছুই ভাবতে পারি না। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তোমার অবাধ বিচরণ।
- আমিও না অনেক ভেবেছি গো। তোমার সাথে কিছুই তো মেলে না আমার। তারপরও আমার। কল্পনা জুড়ে শুধু তোমারই আনাগোনা।
- আমি কিছু জানি না। শুধু এটুকু জানি তুমি আছো বলেই আমি বেঁচে আছি। মিল-অমিল, ইচ্ছা- অনিচ্ছা বা বিপরীত ভাবনা এর কোন কিছুতেই ভালোবাসা প্রকাশ পায় না। অনুভাবই ভালোবাসার পূর্ণতা। আর অনুভাবই তোমাকে আমার কাছে নিয়ে এসেছে।
- আমিও কিছু জানি না। শুধু জানি আমার সব টুকু সময় তোমারই ভাবনায় কেটে যায়। সব অনিশ্চয়তাকে পিছনে ফেলে তোমার চোঁখেই আমার সবটুকু নির্ভরতা। আর ঔ নির্ভরতাই আমার ভালোবাসা।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ১:১৫