সূচনা, এসো আজ আলাপন হোক বৃন্ত-পক্ষল,
আকাশে নীল জমেছে ফালি ফালি, বাম পরাগের কোলে
কবিতার লাহান বিকেল।
আজ ঘাসফুলের সাথে চড়ুঁইভাতি খেলার দিন।
হাওয়ায় উঁড়ুক তোমার ক্রমশ ধাবমান শাড়ি, হেয়ালী কুন্তল;
জানি পৃথিবীতে ঢের ইচ্ছেযেমন জিনিস আছে তোমার কামার্ত
কোল থেকে,
তবু-ও আমি মাথা রেখে
পড়ে থাকব এক চিলতে; কতদিন রাখিনি।
তোমার ও কি স্বাদ জাগে না?