আমার ঘরের চারিপাশে গাছ ভরা ফল-ফুলে,
চোখজুড়ানো ভালোবাসায় আজও জীবন দোলে।
জামরুল আর বারোমাসি আমের নতুন ফুল;
শিশু কাঁঠাল হচ্ছে যুবা, ঝুলছে কানের দুল।
সবুজ সুগোল জাম্বুরা ফল আমায় ডেকে বলে,
তোমার হাতেই সঁপে দেব পাকা রংটা এলে।
এই ফুলটির কি যেন নাম! জান্নাতের পাখি?
হায়রে এমন ভালোবাসা কোথায় বল রাখি!
কচি সবুজ পাতাগুলো খলবলিয়ে হাসে;
শুদ্ধ বাতাস নিচ্ছি টেনে আমার প্রতি শ্বাসে।
নেই যে দূষণ! বন-বাগানের উজল করা মুখ;
লোভী মানুষ বুঝে না হায়, এ যে কেমন সুখ!
মিরপুর ৯/৫/২০
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ রাত ১০:৫৬