জানতে পারলাম, কোন কোন শপিংমল ও মার্কেট সিদ্ধান্ত নিয়েছে ঈদের আগে দোকান না খোলার। যারা দোকান খুলেছে তারাও আমাদেরকে বাধ্য করছে না তাদের ওখানে গিয়ে ভীড় করার জন্য।
সিদ্ধান্ত আমারঃ আমি মার্কেট এবং শপিং মলে যাব কি যাব না!
আমরা সকলে মিলে এবার ভিন্ন রকম ঈদ উদযাপন করতে পারি, ভিন্ন মাত্রায়, ভিন্ন মেজাজে।
আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি এবারের ঈদের খরচটা বাঁচিয়ে ক্ষুধার্ত মানুষকে দান করার এবং নিরাপদে ঘরে থাকার।
আসুন আমরা একে অন্যকে প্রভাবিত করি, আমাদের সন্তানদেরকে ধৈর্যশীল হতে উৎসাহিত করি, তাদের হাত দিয়ে গরীবকে খাবার বিতরণ করি এবং ভিন্ন অনুপ্রেরণায় সহজ-সরল ভাবে ঈদ উদযাপন করি।
আমরা সিদ্ধান্ত নিতে পারি কোভিড-১৯ প্রভাবিত এবারের ঈদে আমরা কোন নতুন জামা কিনবো না। যা আছে তা দিয়েই আমরা ঈদ উদযাপন করব। বাইরে বেশি মেলামেশা না করে নিজেদের ঘরের মধ্যেই নিরাপদে থাকবো, ইনশাল্লাহ।
আমার এটাই সিদ্ধান্ত। আপনার?
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২০ রাত ১১:২৪