চুড়ি নেবে গো, চুড়ি ।। আশরাফ আল দীন
মা যে বিকোয় আলতা-চুড়ি কিনবে বুবু কিনবে?
মায়ের আমার হালকা গড়ন গলার স্বরেই চিনবে।
কেন বুবু! তুমি কিনলে মায়ের হবে টাকা,
আমি পাবো ছড়ার বইটা নানান ছবি আঁকা।
তুমি আমার বুবু হও আজ আমার মতো ভাই,
পেলে তুমি খুশীই হবে, মোর যে বুবু নাই!
চুড়ি কিনো গো বুবুরা, আমি চুড়িওয়ালীর ছেলে!
চুড়ির সাথে ভাই পাবেনা আমি চলে গেলে।