November 4, 2013 ·
পর্দা উঠলেই শুরু হবে অন্যরকম খেলা।
আমাদের কাজ শুধু মন্ত্রমুগ্ধ হয়ে দেখা
অথবা বড়জোর কর্তার ইচ্ছায় অংশ নেয়া,
যেভাবে খেলার নিয়ম মানতে হয়, সেইভাবে।
যার শুরু আছে তার একটি শেষ থাকতে হয়;
তবে কি কোন একদিন শেষ হবে সেই খেলাও
আমাদের মৃত্যুর পরে যার শুরু?
তবে যে ‘সময়’কে নির্দেশ করে বলা হয় ‘অনন্তকাল’?
তাহলে কি পর্দার পর পর্দা উঠবে অনন্তকাল ধরে?
কী জানি! হয়তো রহস্যময় এক বিশাল দিগন্ত
অপেক্ষা করছে মানুষের জন্যে, যাকে বড় ভালবেসে
আপন আনন্দে সৃষ্টি করেছেন মহান স্রষ্টা নিজে,
নিজের অসীম ক্ষমতা দেখিয়ে চমকে দেবেন বলে;
যেভাবে স্রষ্টা সাজিয়েছেন তাঁর খেলাকে আপন ইচ্ছায়।
তা হলে মৃত্যৃ-যবনিকার ওপারের জন্যে
পর্দা উঠে গেলে
বলো, ভয় কী?
আশরাফ আল দীন
[email protected]
#আশরাফআলদীনেরকবিতা