ফেসবুক খুলতেই চোখে পড়ল Sajjat Hossain ভাইয়ার শেয়ার করা আসাধারন ভিডিও টি তাই শেয়ার করলাম।
আমাদের জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম"কে নিয়ে ভারতের নির্মিত একটি ডকুমেন্টারি দেখলাম। বরাবরের মতই বলতে হয় - চমৎকার একটা ডকুমেন্টারি। বাংলাদেশে যদিও নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গবেষনা সহ অনেক ধরনের কাজ হয় কিন্তু সেইসব কাজকর্মের খবরা খবর সাহিত্য সংস্কৃতি বোঝেন বা এর সাথে সম্পৃক্ত আছেন এমন মানুষেরও খুব একটা দৃষ্টিগোচর হয় বলে মনে হয় না।
তাছাড়া বলতে দ্বিধা নেই যে, আমাদের জাতীয় কবিকে তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা ছাড়া খুব একটা সম্মান, মর্যাদা আমরা দিতে পেরেছি কিনা ? সেটা বরাবরই একটা প্রশ্ন আকারে থেকে গেছে। কবির সৃষ্টি কর্মকে যথাযথ মূল্যায়ন করতে, নিত্য চর্বিত-চর্চিত সংস্কৃতিতে সম্পৃক্ত করতে আমাদের সংশ্লিষ্ট বোদ্ধা সমাজের কিছুটা কার্পন্য রয়েছে বৈকি।
রত্নের মর্যাদা সবাই বুঝবে না। বাজারী সমাজ বাজার নিয়েই ব্যস্ত থাকবে। মহান এই সাহিত্য ও সঙ্গীত স্রস্টা, দার্শনিক এবং সংগ্রামের মূর্ত প্রতীক "কাজী নজরুল ইসলাম" গুটি কয়েক মানুষের হৃদয়ে পরম যত্নে তাঁর সৃস্টিকর্মের স্মৃতিতে অম্লান থাকুক।
ডকুমেন্টারিটা এখান থেকে দেখতে পারেন -