স্বপ্নখুনির যৌতুক যন্ত্রণায়
শৈশব লগ্ন থেকেই
জীবন হয়ে পড়তে চায় বারবার স্বপ্নশূন্য
এমনকি আমার কবিতার শৈশব থেকেও
কঙ্কর-কন্টক-কালাগ্নি হয়নি দূর
কঙ্কর-কন্টক-কালাগ্নি ঝড়ের পরেও
স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন দেখি
কিন্তু হায়...
জীবন তবু হয়ে পড়তে চায় বারবারই স্বপ্নশূন্য
হৃদয়বাসীর কষ্ট ভরা স্মৃতি...
স্মৃতি ভরা কষ্ট...
অষ্টপ্রহর ভ্রষ্ট আর নষ্ট করে দিতে চায় এ জীবন
স্পৃষ্ট করে দিতে চায় জীবনের সব স্বপ্ন
হায়, তারপরও হৃদয়বাসী গোমতিবতীর স্বপ্নে জীবন
জীবনে স্বপ্ন...
স্বপ্ন-সংগীত আঁকি
স্বপ্ন মুদ্রণের ভ্রমণ কাহিনী লিখি
এবং স্বপ্নখুনির বিপ্রতীপে গোমতিবতীর স্বপ্ন নিয়ে
স্বপ্নের মালা গাঁথায় স্বপ্ন দেখি।
=====
রচনা:
17 সেপ্টেম্বর 1995
2 আশ্বিন 1402
নোট:
এ কবিতাটি 1998 সালে আমার প্রকাশিত দ্বিতীয় কবিতার পুস্তিকা ‘স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন’ এ প্রথম প্রকাশিত হয়।
=====
কম্পোজ: কফিল মোহাম্মদ অপূর্ব।। বয়স: 9+
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৮:০০