অলংকরণ: জসীম অসীম
===============
যতই করিনা কেন বারণ---শুনবে না সে
সে যে নদী----গোমতি নদী---সমুদ্রে সে যাবেই
হয় এ পথ ধরে---নয় ও পথ ধরে---সমুদ্রে সে যাবেই
ঢোলকলমী ফুলের বাহার---সোনাদানা---কয়েকগাল হাসি
কাশফুল বা টগর
সাতপুরুষের দোহাই
কোনো কিছু দিয়েই তাকে---বাঁধা যায় না কখনো
গোমতি সে তো মরা নদী নয়
বউ পেটানোর হিংস্রতাকে ভয় করে না সে
মোটা লাঠি---লাঠিসোঁটা---সাতনলা বন্দুক
ভয় করে না কোনো কিছুই সে
গোমতি সে তো মরা নদী নয়
তার জীবন সার্বভৌমিক---সারগর্ভ শিল্প জীবন যেন
তার জীবনে আছে সারস-সারসীর প্রেম
মাঝি-মাল্লার সুর
সাম্পানওয়ালার সাদামাটা জীবনের সব রঙ
তাঁর জীবন অবাধ স্বাধীনতার
চুম্বনেরই পক্ষে চলে সে
সে এগিয়ে চলে মিলনেরই দিকে---দিনের পরে দিন
রাতের পরে রাত
সে যে নদী গোমতি নদী---সমুদ্রে সে যাবেই
গোমতি সে তো মরা নদী নয়।
======================
রচনা: আশ্বিন, ১৪০২ বঙ্গাব্দ, কুমিল্লা।
==========================
নোট: এ লেখাটি 1998 সালে প্রকাশিত আমার কবিতার প্রথম পুস্তিকা
‘চাঁদের জ্যোৎস্না খসে গেছে’
এর একটি কবিতা।