অলংকরণ: জসীম অসীম
রচনা:
১৬ বৈশাখ ১৪১১
২৯ এপ্রিল ২০০৪
=====
কোনো মানুষের জন্যই আমার
খারাপ লাগে না আর
কারণ আমি এখন আর মানুষ নই
পাথর
কলকব্জা
মেশিন
আজ থেকে দশ বছর আগে
কমপক্ষে দশ মধ্যরাতে
ঢাকার এক প্রাসাদোপম
দশতলা অট্টালিকার ছাদ থেকে
লাফিয়ে পড়ে আত্মহত্যা
করতে চেয়েছিলাম
কেনো না
তখনও কিছুটা মানুষ ছিলাম আমি
তারপর এই বুকটাকে
কতোবার যে পেট্রোলওয়াশ করেছি
হায়!
এই বুকে তবু কিছু দাগ থেকেই যায়।
ঠিক গত বৈশাখেই ধর্মসাগরপথের
মহুয়া গাছটির প্রেমে পড়ি আমি
আর এ বৈশাখে মহুয়ার দাগ মুছে দিতে
আমি ঝাড়ুদার
যদিও পাথর আমি
অনুভূতিহীন
তবু বুকে কিছু কিছু দাগ থেকেই যায়
তবে
কোনো মানুষের জন্যই আর তেমন
খারাপ লাগে না আমার
এই এক মানুষ আমি
অনেকবার আত্মহত্যা করে
জীবদ্দশায় হয়ে গেছি লাশ
আজকাল প্রায়ই নেশা করি
করি ''লেট-নাইট''
দু' পেয়ালা দামী মদ
কখনো কখনো জীবন থেকেও
প্রিয় হয়ে যায়
বিপ্লবের স্বপ্ন দেখেও
দিব্যা ভারতীর আত্মহননে আমি
নিরবে খুবই কেঁদেছিলাম ঢাকায়
এখন মনে হয়
দিব্যা খুব ভালোই করেছিলো
এখন আমার প্রায়ই ইচ্ছে করে
রিভলভার দিয়ে নিজেই নিজেকে একবার হলেও
গুলি করে দেখি
মীনাক্ষী মহুয়া
মহুয়া মহাদেবী
আজ থেকে আর দেখতে আসবো না
তোমার কান্তিবতী রূপ
বসবো না আর তোমার সেই
অমরাবতী ছায়ায়
ক্রমাগত বেকার থেকে থেকেও
ডিপ্রেশনে ভুগি না কেনো আমি
কোনোদিনও তার
উত্তর জানবে না তুমি।
============
প্রথম প্রকাশ: ''পথ''
(সাহিত্য পত্রিকা)
১ম বর্ষ ১ম সংখ্যা
সম্পাদক: বাচ্চু বকাউল
জুন ২০০৪
কুমিল্লা।