উবুন্টু তে আমাকে স্বাগতম !!!
১১ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমি যাত্রা করলাম উবুন্টুর জগতে। তাই সর্বপ্রথম আমি আমাকেই স্বাগতম জানালাম। আমি এখন যে পোস্ট দিচ্ছি, সেটা উবুন্টু পরিবেশ থেকেই। প্রথমে খুব ভ্য় লাগছিল। কিন্তু ইনস্টল দেবার পর আর লাগছে না। এখন একটা সমস্যা লাগছে যে কোন .mp3, .avi প্রভৃতি ফাইল ওপেন হচ্ছেনা। আশাকরি সমাধান হবে। নেট লাগিয়ে ওরকম কিছুর ই আভাস পেলাম। তাছাড়া আপনারা তো আছেন ই। কি বলেন???
ঘটনাটা এরকম ঘটল যে হঠাৎ ইচ্ছে হল যে লিনাক্স ইউস করব। বস লিনাক্স এর ডিভিডি টা ওরাই চেন্নাই থেকে ফ্রী পাঠিয়েছিল। কিন্তু ডিভিটা আমার হাতেই স্ক্র্যাচ পড়ে গেল। কি আর করা সব ফাইল কপি করতে পারল না। সংগে সংগে এক বন্ধুর কাছে থেকে যোগার করে নিলাম এই উবুন্টু টা। ইনস্টল দিয়ে ডাটে কাজ করছি।
সবচেয়ে বড় ব্যাপার যে নিজে নিজেই এটা আবিস্কার করছি। এতে সাহস বেড়ে যাচ্ছে। আর উইন৭ তো সাইডে আছেই। তবে আর চাপ কেন???
আর নয় পাইরেটেড এর চিন্তা!!! চলো উবুন্টু, লেটস গো !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেখ মুজিবুর রহমান এই দেশের সব থেকে জনপ্রিয় নেতা। জীবনের শুরু থেকেই তিনি কাজ করে গেছেন দেশের মানুষের জন্য। তবে জীবনের শেষ দিকে এসে তিনি এমন সব কাজ করেছে যা... ...বাকিটুকু পড়ুন

তিনি ছিলেন এক সময়ের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন সেই নারী, যিনি অফিসের চেয়ারে বসে দেশ চালাতেন আবার অফিসের বাইরেও সব কিছু নিয়ন্ত্রণ করতেন। এমনকি বিরোধী দলের বাথরুমেও কী হচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২০
পাকিস্তানের সাথে সম্পর্ক? শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা!
মা-বোনের ধর্ষণকারীদের যাবা বাবা ডাকে তাদের প্রতি দু কলম লিখতে বাধ্য হলাম।
পাকিস্তানের সাথে সম্পর্ক? কীভাবে সম্ভব? কীভাবে আমরা হাত মেলাই সেই রাষ্ট্রের সাথে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ধোয়াটে, ১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:২০
তখন এসবের একটা মূল্য ছিল,
অথবা সেসব অমূল্য ছিল;
হীরক খন্ড চুনি বা পান্নার মত
সব সব কিছু ছাঁপিয়ে ছিল
তোমার একটুকরো হাসি
তোমার একটু ছোঁয়া
তোমার একটু দেখা পাওয়া
এই সব রত্ন-রাশি নিয়ে
সতত মশগুল ছিল
দিন-রাত্রি... ...বাকিটুকু পড়ুন

"আপনি কি কখনো এমন কিছু স্বপ্ন দেখেছেন, যা পরে হুবহু সত্যি হয়েছে?" "স্বপ্নের মধ্যে সময়কে ছুঁয়ে যাওয়া কি সম্ভব?"
"একই মুহূর্ত বারবার ঘটতে থাকলে, আপনি কি ভয়ে...
...বাকিটুকু পড়ুন