বিমূরত রাত হেসে হেসে ওঠে বরফ শুভ্র জোছনায়
রাত জেগে লিখি সাদা ক্যানভাসে কষ্টের লিমেরিক
সময়ের ঘড়ি সময়েই চলে
টিক-টিক-টিক-টিক ।
ইতিহাস খুরে তুলে আনি একা অনার্য পেশির দৃঢ়তা
(তবু) ধাবমান এক হরিণের মতো বন নয় মন পোড়া
হৃদয়ের মাঠে ছুটে চলে আজো
বখতিয়ারের ঘোড়া ।
খট-খট-খট খুরের শব্দ বর্গীদের উৎপাত
ইংরেজ অথবা পর্তুগীজের আয়েশী রক্তপাত।
ওলন্দাজী তীরন্দাজের
লক্ষ্যভেদ্য শর
ভুসুক পাদের অনুজ বাঙ্গালী
বুক তবু থর থর
ভয়ে নয়, তবু কেন কাপে প্রান আমি যে শাশ্বত বীর
এই জমিনে একদিন ছিলাম বিপ্লবী তিতুমির !
সূর্য সেনের সূর্য তেজে
পবিত্র এই মন
প্রীতলতার প্রীতির বাঁধনে
বাঁধা আছে যৌবন ।
বনলতা নয় লাবন্য নয় প্রেম মানে বিপ্লব
রক্তের হিমগোলবিনে শুনি যুদ্ধের কলোরব।
(তাই) অসত্য অথবা শত্রুর ঘরে
দ্যোহের আগুন জ্বালি
অনার্য সূত্রে পরিচয় আমার
শাশ্বত বাঙ্গালি ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯