চিত্রতা (৬)
শুনছো
প্রতিটা অন্ধকারেই তুমি ঘুমিয়ে থাকো,
তোমাকে আলো হাতড়ানো অস্থীরতায় থাকতে হয়না।
ঝি ঝি পোকার অপেরার সাথে নৈঃশব্দের চিৎকার,
তোমাকে শুনতে হয়না কখনও।
তোমার ঐপাশটাতে বেশি আলো।
চোখ জলে যায়, অন্ধকার দেখি।
অন্ধকার এর ভেতর থেকে তুমি ডাকো, "শুনছো!"
সেই ডাক আমি শুনতে পাই,
আর, একটা হলুদ পাতার মত শব্দহীন... বাকিটুকু পড়ুন
১০ টি
মন্তব্য ২২৯ বার পঠিত ৩