অথচ পবিত্র কোরআনে আল্লাহ শব্দটি আছে মোট 2699 বার। রশীদ খলিফা তার 19 থিওরীকে প্রতিষ্ঠা করার জন্যে মিথ্যার আশ্রয় নিয়েছে আর কিছু লোক না জেনে-বুঝেই তার সাথে নেচেছে।
খলীফার ট্রিক্সটি ছিল এরকম-পবিত্র কোরআন শরীফের একটি বাদে প্রতিটি সুরার শুরুতে "বিসমিল্লাহ...." আছে। শুধুমাত্র প্রথম সুরা অর্থাৎ সুরা আল ফাতিহায় "বিসমিল্লাহ..." নম্বরযুক্ত আয়াত। অন্য সকল সুরার "বিসমিল্লাহ.... " নম্বরবিহীন। অথর্াৎ সেগুলো মূল কোরআন শরীফের অন্তর্ভূক্ত নয়। 1972 সালে .. যখন খলীফা তার তত্ত্ব প্রথমবার প্রকাশ করেন তখন তিনি সুরা ফাতিহার শুরুর "বিসমিল্লাহ...." কে বাইরে রেখে আল্লাহ গননা সম্পন্ন করেন । "বিসমিল্লাহ...."র শেষে একটি আল্লাহ থাকার কারনে 2699 থেকে একটি কমে তার হিসাব দাড়ায় 2698 টিতে... যা 19 দ্্বারা বিভাজ্য। ব
পরবর্তীতে 1982 সালে নতুন ভাবে তার তত্ত্ব প্রকাশ হয়। এখানে তিনি সুরা ফাতিহার "বিসমিল্লাহ..." কে কাউন্ট করেন তবে 9 নং সুরা তওবার শেষ দুটো আয়াতকে (আয়াত নং 128 ও 129) তার কোরআন থেকে বেমালুম বাদ দিয়ে দেন। 9 ঃ 128 আয়াতে আল্লাহ শব্দটি একবার থাকায় তার হিসেবে গননা 2698 টিই থেকে যায় যা 19 দ্্বারা বিভাজ্য।
নতুন এই অনুবাদেই তিনি ব্যাপক অর্থগত ও ব্যাখ্যাগত পরিবর্তন আনেন এবং নিজেকে আল্লাহর রাসুল হিসেবে দাবী করেন (আলা্লহ তাকে উপযুক্ত শাস্তি প্রদান করুন)।
[চলবে]
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৬ রাত ৯:১৮