[(আল কোরআন 75:31) ..... আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা (উনিশ) স্থির করেছি যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয়, মুমীনদের ঈমান বৃদ্ধি পায়, কিতাবীরা ও ঈমানদারগন সন্দেহ পোষন না করে এবং যাদের অন্তরোগ আছে, তারা ও কাফের রা বলে যে আল্লাহ এর দ্্বারা কি বোঝাতে চেয়েছেন? এমনি ভাবে আল্লাহতায়ালা ডাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। ...]
প্রথম পর্বে লিখেছিলাম "ড: রশীদ খলিফা নামে কোন এক মিশরীয় রসায়নবিদ আল কোরআনের এই 19 বিষয়ক এই পরিসংখ্যান প্রথম পর্যবেক্ষন করেন ও সবার নজরে আনেন।"
আল কোরআন দ্য চ্যালেঞ্জ - মহাকাশ পর্ব (প্রথম খন্ড), কম্পিউটারে আল কোরআন, ইত্যাদি বইয়ে আল কোরআন ও 19 বিষয়ক তথ্যাবলি সনি্নবেশিত আছে। সেই সাথে আছে ড: রশীদ খলিফার অনেক গুনকীর্তন।
কিন্তু কে এই ড: রশীদ খলিফা ? কি হয়েছিল তার পরিনতি?
আল কোরআনের 19 বিষয়ক বিষ্ময়কর পরিসংখ্যান যেমন সত্য তেমনি দুর্ভাগ্যজনক ভাবে এর প্রথম অবজার্ভার ড: রশীদ খলিফা বিপথগামী হয়ে একসময় নিজেকেই নবী দাবী করে নিজ প্রয়োজনে পবিত্র কোরআনকে নিজের প্রয়োজন মতো পরিবর্তন করে নতুন একটি ধর্ম প্রবর্তন করে। (দয়া করে এই পোস্টের শুরুতে দেওয়া আল কোরআনের আয়াতটি আবার পড়ুন।) ড: রশীদ খলিফা তার নতুন ধর্মের নাম দেয় "সাবমিশন (submission)" আর তার অনুসারীদের পরিচিতি হয় "সাবমিটার্স (submitters)" নামে। ড: রশীদ খলিফা তার নিজের দাবী প্রতিষ্ঠিত করার স্বার্থে পবিত্র কোরআনকে অনুসরন করে নিজের মতো করে একটি ধর্মপুস্তক তৈরী করেন।
অনেকেই ধারনা করেন ড: রশীদ খলিফা একজন পশ্চিমা-লালিত ইহুদী ও তার আসল নাম রিচার্ড কালিফ। আসল রূপ ধরা পড়ার পরে তাকে মধ্যপ্রাচ্য থেকে বের করে দেওয়া হলে সে কিছু লোক নিয়ে আমেরিকার টুসকানে ঘাটি গাড়ে । পরবর্তীতে নিজ কর্মস্থলেই সে ছুরিকাঘাতে নিহত হয়।
টাইমলাইন অব ড: রশীদ খলিফা:
1968: আল কোরআন নিয়ে গবেষনা শুরু ।
1974: আল কোরআন ও 19 বিষয়ক পরিসংখ্যান হাজির করেন। (কিছু কিছু বিষয়ে সে তথ্য ম্যানিপুলেট করে যা সময় হলে পরবর্তীতে আলোচনা করব )
1979: টুসকানে নারী ঘটিত এক কেলেঙ্কারী রচনা করে।
1982: নিজেকে নবী/রাসুল হিসেবে দাবী করে। (তার উপর প্রাপ্য শাস্তি বর্ষিত হোক)
1990: টুসকানে ভোররাতে ছুরিকাঘাতে নিহত।
[এ পোস্টের শুরুতে দেয়া আল কোরআনের আয়াতটা আর একবার পড়ে দেখবেন কি?]
উল্লেখ্য তার ঘটনা "সালমান রূশদী" ডামাডোলে অনেকখানিই চাপা পড়ে যায়। তাই আমাদের দেশের মুসলমানরা এ লোকের উৎপাত থেকে অনেকখানিই অন্ধকারে আছে।
উইকিপিডিয়ায় ড: রশীদ খলিফা -
http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa
ড: রশীদ খলিফা'র আরও তথ্য-
Click This Link
Click This Link
Click This Link
ড: রশীদ খলিফা'র মতবাদ ও ধর্ম পাবেন এখানে-
http://www.submission.org
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০