পবিত্র আল কোরআনের সাথে 19 বিষয়ক একটি বিশ্লেষন হয়তো অনেকের চোখে পড়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান ও কোরআন বিষয়ক যতগুলো বই আছে তার প্রায় প্রতিটি বইয়ে এ বিষয়ের অবতারনা আছে । যেমন : কোরআন শরীফে "বিসমিল্লাহির রাহমানির রাহীম" এ আয়াতটি আছে 114 বার যা 19 দ্্বারা বিভাজ্য , কোরআন শরীফে মোট সুরার সংখ্যা 114 যা 19 দ্্বারা বিভাজ্য, এরকম অসংখ্যা নিদর্শন।
বইগুলো পড়লে দেখা যায় এক মিশরীয় মুসুলিম বিজ্ঞানী ড: রশীদ আল খলীফা পুরো কোরআন শরীফকে কম্পিউটারাইজড করে 19 বিষয়ক এ তত্ত্ব আবিষ্কার করেন। ড: রশীদ আল খলীফা তার গবেষণা শুরু করেন পবিত্র কোরআন শরীফের 74 নং সুরা আল মুদাসসির এর 29 ও 30 নং আয়াতকে ভিত্তি করে। আয়াত দুটোর বাংলা অনুবাদ এরকম-
" (74:29) এর উপর (দোজখ) নিয়োজিত আছেন উনিশ (19) জন ফেরেশতা। (75:31) আমি জাহান্নামের তত্ত্ববধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা (উনিশ) স্থির করেছি যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয়, মুমীনদের ঈমান বৃদ্ধি পায়, কিতাবীরা ও ঈমানদারগন সন্দেহপোষন না করে এবংযাদের অন্তরোগ আছে, তারা ও কাফের রা বলে যে আল্লাহ এর দ্্বারা কি বোঝাতে চেয়েছেন? এমনি ভাবে আল্লাহতায়ালা ডাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। ... "
দেখুন- Click This Link (চলবে)
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৬ রাত ৩:৫৬