ওয়েবে তথ্য প্রকাশ করার সাথে সাথেই তা চলে আসে সবার পড়ার অধিকারের মধ্যে যদি তা পাসওয়ার্ড প্রোটেক্টেড না থাকে। গুগল ইন্টারনেটের সকল সাইটের ডেটা তার ডেটাবেজে ক্যাশ করে রাখে দ্রুত সার্চ রেজাল্ট সরবরাহ করার জন্যে। নতুন পুরাতন সাইট সকল সাইটেই গুগুলবট/ক্রলার হানা দেয় নিয়মিত আর ডেটামাইনিং করে চলে (বট বা ক্রলারকে বন্ধ করার ব্যবস্থাও আছে)।
কোন সাইটে রেজিস্ট্রেশন করলে কিছু তথ্য প্রদান করতে হয়। যেমন ইমেইল ঠিকানা, ফোন নম্বর, বর্তমান ঠিকানা, প্রফেশন ইত্যাদি। এর কিছু তথ্য সাইট কর্তৃপক্ষ গোপন (প্রাইভেট) রাখেন আবার কিছূ তথ্য সাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত তথ্যগুলো পাবলিকলি সবার জন্যে উম্মুক্ত থাকে। রেফারেন্স সহকারে তা যেকোন স্থানে ব্যবহার করার রাইট সকলের থাকে। (যদি না আলাদা ভাবে কিছু বলা হয়)।
কোন সাইটে যে সমস্ত তথ্য প্রকাশ্যে রাখা হয় তা আগে থেকে দেখে নিয়ে তারপর সে সাইটে রেজিষ্ট্রেশন করা উচিত। না হলে পরে "কান নিয়েছে চিলে" শুনে দৌড়াদৌড়ি করার মত ঘটনা ঘটতে পারে।
যেমন সামহ্যোয়্যারের কথাই বলা যাক। এ সাইটে কেউ লগইন করলে তা প্রকাশ্যেই দেখা যায়। লগআউট করলেও সেটা বোঝা যাবে। প্রতিটা 'পোস্ট/মন্তব্য', 'পোস্ট/মন্তব্যকারীর নাম', 'পোস্ট/মন্তব্যর সময়' সকলের জন্যে উম্মুক্ত। সকলেই তা দেখতে পারে। সাইটে প্রদর্শিত এসকল তথ্য থেকে মাইনিং করে সামারি বা পরিসংখ্যান তৈরী করা একটি প্রচলিত পদ্ধতি। যে কেউই এটা করতে পারে। যেহেতু এ ধরনের পরিসংখ্যানে শুধূমাত্র সাইটে প্রদির্শত উম্মুক্ত তথ্য ব্যবহার করা হয়।
ব্লগার হিসেবে যদি কেউ প্রাইভেট ও পাবলিক ডেটার পার্থক্যটা বুঝতে না পারে তাহলে তার জন্যে ব্লগিং ও নেট ব্রাউজিং বন্ধ করে, কম্পিউটারের পাওয়ার সুইচ অফ করে, দোর বদ্ধ ঘরে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা উত্তম। এতে সর্বোচ্চ নিরাপত্তা বজায় থাকবে।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩৬