গত ১বছর ধরে বাংলাদেশে উবুন্টু লিনাক্সের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। অনেকেই উইন্ডোজের পাশাপাশি উবুন্টু লিনাক্স চালাচ্ছেন আবার অনেকে উইন্ডোজ ব্যবহারই ছেড়ে দিয়েছেন। কিন্তু এর পাশাপাশি আরও কয়েকজন রয়েছেন যারা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে আগ্রহী কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছেন না অথবা বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন।
আপনি যদি দ্বিতীয় দলে হন তাহলে আপনার জন্য উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম আয়োজন করেছে "উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ" ।
অনুষ্ঠানে উবুন্টু লিনাক্সের বিশাল জগৎ সম্পর্কে ধারণা দেয়া হবে। উবুন্টু লিনাক্স কেনো ব্যবহার করবেন, এর ফিচার, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে দৈনন্দিন কাজের জন্য কনফিগার করবেন এসব সবই আলোচিত হবে।
অনুষ্ঠানটি হবে ২৯শে মে দুপুর ৪টা থেকে সাড়ে ৭টা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে।
অনুষ্ঠান বিবরণ:
অনুষ্ঠান:
উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ
সময়:
২৯শে মে, শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০।
স্থান:
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
হাউস # ১১এ, রোড# ৯২, গুলশান-২,
ঢাকা-১২১২, বাংলাদেশ
গুগল ম্যাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে নিবন্ধন করুন
উবুন্টু বাংলাদেশ ইভেন্ট রেজিস্ট্রেশন পেজ
আয়োজনে:
উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম
সহায়তায়:
মুক্ত.অর্গ ও বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স