নীতিমালা কেউ সহজে পড়তে না চাইলেও জরুরী। গ্রুপে কি কি বিষয়ে আলোচনা করা যাবে এবং কি কি করা যাবে না তার একটি ধারণা পাবেন এই নীতিমালায়। আশা করি সবাই এই নীতিমালা মেনে চলবেন এবং গ্রুপ এডমিনকে খুব কম পদক্ষেপ নিতে হবে।
১) ব্লগাররা যে কোন সময় যে কোন লিনাক্স ডিস্ট্রো নিয়ে আলোচনা করতে পারবেন। তবে মৌলিক লেখা না হলে তথ্যসূত্র উল্লেখ করবেন
২) গ্রুপে যে কোন সময় লিনাক্স বা মুক্তসোর্স আন্দোলন নিয়ে যে কোন প্রশ্ন করতে পারবেন।
৩)মুক্তসোর্স আন্দোলন/ মুক্তসোর্স অপারেটিং সিস্টেম অথবা লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে সম্পৃক্ত নয় এমন ব্লগ এই গ্রুপে পোস্ট করা যাবে না।
৪) যুক্তি ছাড়া মুক্তসোর্স আন্দোলন অথবা মুক্তসোর্স অপারেটিং সিস্টেমের বিরোধীতা করে কোন পোস্ট করা যাবে না।
৫) লিনাক্স ডিস্ট্রোর মাঝে বিরোধিতামূলক বা আক্রমনাত্মক পোস্ট করা যাবে না। তবে ব্লগারদের বৃহত্তর স্বার্থে তুলনামূলক পোস্ট করা যেতে পারে।
৬) ডেস্কটপ এনভায়ারমেন্ট বা সফটওয়্যার সল্যুশন নিয়ে যুক্তি ছাড়া বিরোধীতামূলক পোস্ট করবেন না।
৭) ব্লগাররা যে কোন ডিস্ট্রোর কপি পাবার জন্য অন্য ব্লগারদের কাছে অনুরোধ করতে পারেন। তবে অনুরোধ গ্রহন ও রক্ষা করার দায়িত্ব ব্লগারদের নিজেদের থাকবে।
৮) কোন ব্লগার সমাধানের জন্য পোস্ট করলে। সঠিক উত্তর জানা না থাকলে ভুল বা ব্যক্তিগত মতামত দেয়া থেকে বিরত থাকুন।
৯) সর্বশেষে সকলে সহামর্মীতার পরিচয় দিবেন বলে আশা রাখছি।