দ্য ফ্যাবেক ভ্রাতৃদ্বয় [ফ্রেডেরিক উইলিয়াম আলেকজান্ডার দ্য ফ্যাবেক (Frederick William Alexander de Fabeck, 1830-1912) এবং উইলিয়াম ফ্রেডেরিক দ্য ফ্যাবেক (William Frederick de Fabeck,1834-1906)] ভারতীয় মেডিকেল সার্ভিসে কর্মরত ছিলেন। ফ্রেডেরিক উইলিয়াম ১৮৩০ সালের ১৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি প্যারিসে অধ্যয়ন করেন এবং পরবর্তীতে ১৮৫৮ সালে রয়্যাল কলেজ অব সারজন্স, এডিনবার্গ থেকে শল্যচিকিৎসায় অধ্যয়ন সমাপ্ত করেন। ওই বছরই তাকে বেঙ্গল সার্ভিসে সহকারী সার্জন পদে নিয়োগ দেওয়া হয়। তিনি আলাসিও, ইটালিতে ৫ই মে, ১৯১২ সালে মৃত্যুবরণ করেন।
উইলিয়াম ফ্রেডেরিক মাদ্রাজ সার্ভিসে সহকারী সার্জন পদে যোগ দেন ১৮৫৭ সালে, ১৮৬৯ সালে তিনি সার্জন পদে উন্নীত হন, ১৮৭৩ সালে তিনি সার্জন মেজর পদে পদোন্নতি লাভ করেন এবং ১৮৮২ সালে তিনি ব্রিগেড সার্জন পদে আসীন হন। তার বেশীর ভাগ স্কেচই মূলত স্থাপত্য সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ কাজ; ধারণা করা হয় তাকে যখন জয়পুরে স্কুল অব আর্টে (১৮৬৯-৭?) শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন তিনি এই কাজগুলো করেছেন। তিনি পরে স্কুল অব আর্টের পরিচালক হন। তিনি ১৮৮৩ সালে জয়পুর প্রদর্শনীর উপরও কাজ করেন।
তিনি ক্রিমিয়াতেও (Crimea, 1954-5) কাজ করেছেন এবং সেবাস্তপোল (Sebastopol) অবরোধ এবং জয়ে অংশগ্রহণ করেছেন। ১৯০৬ সালের ১৮ই জানুয়ারী তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন।
এখানে উপস্থাপিত সমস্ত ছবি অগ্রজ ফ্রেডেরিক উইলিয়াম আলেকজান্ডার দ্য ফ্যাবেক কর্তৃক অঙ্কিত।
শিল্পী: ফ্রেডেরিক উইলিয়াম আলেকজান্ডার দ্য ফ্যাবেক
মাধ্যম: কাগজের উপর জলরং
সময়কাল: ১৮৬০-৬৩
স্থান: ঢাকা, বাংলাদেশ (বর্তমান)
বিষয়বস্তু: মূলত স্থাপত্য নিদর্শন (৪টি), ১টি ল্যান্ডস্কেপ
১। টাইটেল: The City of Dacca viewed from the River Buriganga
বিষয়: Painting
স্থান: ঢাকা, বাংলাদেশ
সময়কাল: ২২ মে ১৮৬১
মাধ্যম এবং উপকরণ: Pencil and watercolour, heightened with white
বিষয়বস্তু: This painting shows a view of the city of Dacca in Bengal as seen from the River Buriganga.
২। টাইটেল: Ruined Mosque at Dacca
বিষয়: Painting
স্থান: ঢাকা, বাংলাদেশ
সময়কাল: ১৮৬৩
মাধ্যম এবং উপকরণ: Pencil and watercolour
বিষয়বস্তু: খান মোহাম্মদ মৃধার মসজিদ
আপনি আগ্রহী হলে এই ছবিটির ফ্রেমড ক্যানভাসে একটি কপি সংগ্রহ করতে পারেন। এই জন্য আপনাকে মূল্য প্রদান করতে হবে £১২৫. ০০
৩। টাইটেল: A Ruined gateway at Dacca
বিষয়: Painting
স্থান: ঢাকা, বাংলাদেশ
সময়কাল: ফেব্রুয়ারী ১৮৬৩
মাধ্যম এবং উপকরণ: Pencil and watercolour
বিষয়বস্তু: নিমতলী দেউড়ী
৪। টাইটেল: Ruined gateway at Dacca
বিষয়: Painting
স্থান: ঢাকা, বাংলাদেশ
সময়কাল: ১৮৬০ (অনুমানিক)
মাধ্যম এবং উপকরণ: Watercolour on paper
বিষয়বস্তু: বড় কাটরা
৫। টাইটেল: Ruins of the Nawab Baree - Dacca
বিষয়: Painting
স্থান: ঢাকা, বাংলাদেশ
সময়কাল: ফেব্রুয়ারী ১৮৬৩
মাধ্যম এবং উপকরণ: Painted in watercolour on paper
বিষয়বস্তু: নবাব বাড়ী
তথ্যসূত্র:
Victoria and Albert Museum
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩০