এইমাত্র ঈশ্বরের বিরুদ্ধে রায় দিলাম,
তার অপরাধ সে স্বীকার করুক আর না করুক।
শক্তি থাকতেও দুর্বল কে রক্ষা না করার ব্যার্থতা,
ক্ষমতা থাকতেও সঠিক সময়ে অক্ষম ভাবে খেলা দেখা।
পুরোহিতদের বিনা পুঁজিতে ব্যাবসার সুযোগ দিলেও,
বিনা প্রার্থনায় স্বর্গের দ্বার বন্ধ রাখার ভয় দেখানো।
রিজিকের অসম বন্টন আর বৃদ্ধির অনুমতির জন্য
অগণিত শিশুর মৃত্যু ঠেকানোর অনিচ্ছা,
আর শক্তি মানের অত্যাচার, দেখেও না দেখার ভ্যানের জন্য।
মানবতার আদালতে ঈশ্বর এক জন অপরাধী,
তাই ইশ্বর কে সর্বশক্তিমান দয়ালু খেতাব ছাড়তে হবে।