হ্যাঁ হ্যাঁ,ঠিক ওখানে ছিলাম আমি!
ও ই যে ত্রেপলে ঢাকা বাস্তুমিনার,
আকাশ ছড়িয়ে উদভ্রান্ত রিফ্যুজি ক্যাম্প
ও ই ফ্রকপরা নত সংগ্রামরত কিশোরীর মত ভীত।
চারদিকে দাউ দাউ করছে আগুন,
অশ্বখুড়ার মাদলে ভেসে আসছে মানব শব্দ
বাতাস কাঁপিয়ে ব্যাবিলনী ধুলোর গম্ভীরা...
একবার চেতনা হারাচ্ছি, অন্যবারের ফিরে পাচ্ছি জ্ঞান,
একবার পিতাকে হারিয়েছি অন্যবারে স্বামী,
হ্যাঁ হ্যাঁ আমিই সেই বালিকা সেই বোন,
ঝলসানো শরীর দেখতে দেখতে পার হয়েছি
একেকটা দেবদারু চৌকাঠ, উদ্ভাসিত দরোজা
মৃত্যু গুনতে শিখেছি নামতা - একে একে এক,
এক দুখানি.................
এবং হ্যাঁ, অতপর আমিই সে রানি,সেই বারবালিকা
মৃত্যু-আগুন কিছুই যাকে বিচলিত করেনা এখন।