(1)
আরও কিছু বিস্ময় গেঁথে যাবে হৃৎপিণ্ড বরাবর,
লঘু -চপলেরা নেড়ে যাবে বিজ্ঞের মত মাথা!
---------------------------
(2)
আরও গভীর কোন কুঠুরি আছে মিশকালো আধাঁর,
আরও কিছু আছে হৃদয়ের মত নিরপেক্ষ!
- ----------------------------------------
(3)
চারুপাঠ থেকে ছবিগুলো ফিরিয়ে দিলাম,
ভাস্কর্যের নিঁখুত মাপটুকু নিতে দাও কপিলা।
----------------------------------------
(4)
জন্ম-যাতনা জানেনা নগর,
রাখেনা পরিযায়ী ব্যাথা।
---------------------------------
(5)
চুপ! একটু সরে এসো এইদিকে,
সঙ্গমরত পাখিদের তাড়াতে নেই।
------------------------------
(6)
ছায়া .....অতপর ছায়া .....
রোদেরাও খুনি হয় বনের আড়ালে।
--------------------------------
(7)
তুমি বরং প্রেমিকের কাছ থেকে
একটি কবিতার দাবী রাখতে পারো নারী।