১
আমরা জন্ম থেকে উত্তরাধিকার সূত্রে যে জিনিস টা নিয়ে জন্মাই সেটা হলো ধর্মীয় বিশ্বাস । প্রথম চিৎকারের পরপর যে জিনিস টা আমরা শুনি সেটা কোন ধর্মীয় শব্দ ( মুসলমানেরা আযান, হিন্দুরা অঞ্চল ভেদে কাশার শব্দ কিম্বা উলু ধনি ইত্যাদি) এই ব্যাবস্হা এমন এক ব্যাবস্হা যেখানে একটি শিশু আধো আধো বুলি শিখার বয়স আগে ধেকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে থাকে এবং সত্য মিথ্যা বুঝার আগেই সে বুঝতে বাধ্য সে একটি ধর্মের মানুষ যা তার পিতা পালন করেছে । যেটা তাকে পালন করতে অথবা মানতে হবে অথবা অন্যরা পালন না করলে জেহাদ করতে হবে সাহস কম থাকলে চাপবাজি করতে হবে আর বিশ্বাস না হলে চুপ থাকতে হবে ।
তবে ধর্ম পালন না করলে তেমন দোষ নেই কিন্তু কেন পালন করছেন না সেটা মুখে বল্লে চাপাতি দিয়ে কুপিয়ে কল্লা নামিয়ে দেয় হবে ।এটাই ধর্মের শান্তির বানী। বাংলাদেশে এই বানী ছড়ানোর ইজারা পেয়েছে মুসলমানেরা আর ভারতে হিন্দুরা ইত্যাদি।
২
যা হেক মূল আলেচনায় আস। অধিকাংশ ধর্ম মতে সেই ধর্মই ইউনিক অর্থাৎ সেই ধর্ম ছাড়া অন্য ধর্ম মিথ্যা ।একজন হিন্দু বিশ্বাস করেন না আল্লাহ আছেন। আর একজন মুসলমান সিব বা সীতার অস্তিত্বে আস্তা রাখেন না। এভাবে উদাহরন বিস্তার করে একথায় নিশ্চিত ভাবে আস যায় এক মুসলমানের কাছে অমুসলিম অন্য ধর্মীয় আচার ব্যাবহার মূল্যহীন এবং অমুসলমানের অমুসলিম পদ্ধতিতে বিবিহ ব্যাবস্হ ও অবৈধ , এবং এর ফলে অমুসলমানেরা যে প্রজন্ম পৃথিবীতে আনে তারাও অবৈধ। কি ভয়াবহ কথা, ভাবুন আপনি ধার্মীক শুধু এই কারনে পৃথিবীর তিন চতুর্থংশের বেশি মানুষকে আপনি জারজ বলছেন। .......একই কথা একজন হিন্দু বা কৃস্চিয়ান দাবী করতে পারে । আমাদের ধর্মীয় ব্যাবস্হা সেই দাবীকে সুযোগ করে দিচ্ছে ।
৩
আপনি যত পাপ করবেন সেই অনুযায়ী আপনার শাস্তি হবে ।ওয়েল ইটজ এ গুড পয়েন্ট, কিন্তু আপনি যদি মুসলমান না হন, তবে আপনি যতো বড় পূন্য করেন না কেন ,তার কোন প্রতিদান আপনি শেষ বিচারে পারেন না ।এবং আপনার সময় বাচিয়ে আপনাকে বিনা হিসাবে ছেচা দিয়ে কাবাব বানানো হবে ।
প্রশ্ন আসতে পারে এই বেটা ধর্ম গ্রহন করলোনা কেনো ? কিন্তু এটা ভাবনার অবকাস থাকে, শিশু কাল থেকে, বুঝ হওয়ার আগ থেকে যে ধর্ম বিশ্বাস সে অর্জন করেছে, শুধু মাত্র দুচার ঘন্টার প্রবগন্ডা তাকে পিতৃ ধর্ম চুত্য করার জন্য যথেষ্ট নয় । অথবা হয়তো বেচারার কাছে কখনোই ইসলামের( অথবা অন্য ধর্মের) বার্তা আসেনাই সেখানে তার কি করার ছিলো সে তো তার পিতৃধর্মে অবহেলা করেনি!!
বানান ভূলের জন্য লেখক দায়ী নয়।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৪