ঠিক সন্ধ্যা নামার পরে,
যখন শব্দেরা সব ঐকতানে গীত বিতান ধরে,
অন্তমিলে ছন্দ ছলে সুর লহরীর তানে
গুপ্ত কথা শব্দ হয়ে কণ্ঠে জাগে গানে।
আরও, খানিক পরে,
যখন ঝিঁঝিঁ পোকার সরব বাণী ঘোর লাগিয়ে ধরে,
তখন পদ্যগুলো জীবন পেয়ে শব্দে মালা গড়ে,
আঁধার রাতে প্রদীপ জ্বেলে ঘোর লাগিয়ে পড়ে।
পরিশেষে, শব্দেরা সব নিদ্রা বিলাস হয়ে,
বইয়ের পাতায় ঘুমিয়ে পরে দীর্ঘ সময় ধরে।
সুপ্ত থাকে গুপ্ত কথা মলাট চাপা পরে,
হয় না দেখা দিনের আলো বহু বছর ধরে।
ছবিঃ আমার নিজ হাতে তোলা।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০