প্রহর গড়ায় ! অজস্র প্রহর !
নিরন্তর ধাবমান এই অসমাপ্ত প্রহর ;
তবুও অপেক্ষায় যাপিত হয়
নিরাশ জীবন ।
ফিকে হয়ে যাওয়া পুরনো চিঠির পাতায়
লুকিয়ে থাকে হারানো কথা
পুরনো সুর বাজে হৃদয়ে ;
শিরায় শিরায় ।
ভেবেছিল মন দেখা হবে তার সাথে
বালু নদীর তীরে ,
অপেক্ষমাণ চঞ্চল হৃদস্পন্দনে
খুঁজে ব্যকুল অন্বেষী চোখ ।
একটি বিকেল নিভে যায় সন্ধ্যায়
আঁধার নামে পৃথিবীর বুকে
নিভে যায় সব আলো
বেঁচে থাকে টিম টিম করে প্রত্যাশার দীপ ।
দেখা হয়নি চোখে চোখ পেতে
কথা হয়নি হাতে হাত রেখে
জানা হয়নি ঠোঁটে ঠোঁট ছুঁয়ে
তবুও কাঁটা হয়ে বিঁধে রয় বুকে
হাজার বছরের সেই চেনা মুখ ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:০৩