আমি প্রেমিকা
শর্তহীন অসীম প্রেমে বর্ষিত হই ,
স্বর্গীয় ভালোবাসায় তৃপ্ত করি ।
কখনো আমি স্রষ্টা রূপে অহর্নিশ প্রেম সৃষ্টি করি ।
মাঝে মাঝে আমি অগ্নি ,
ভস্মীভূত করি প্রেমিকের এক বুক আশা ।
কখনো আমি চঞ্চল , অস্থির , ভীষণ অভিমানী,
অভিমানে অশ্রু ঝরাই ভিক্টোরিয়া জলপ্রপাতের মত ।
আমি যে ভীষণ ভয়কাতুরেও ,
কখনো আমি ভয়ে কাতর কিশোরীর মত
লুকিয়ে থাকি আড়াল হয়ে ,
অনাহূত ফোনের রিং এ চমকে উঠি ।
এই একই আমি কখনো আবার ভিন্ন কেউ ,
নির্লিপ্ত থাকি ভয়াল সুনামিতে ,
শ্বেতপাথরের মূর্তি হয়ে অপলক চেয়ে থাকি বিভীষিকার দিকে ,
পরাস্ত করি অসীম বেদনাকে ।
মাঝে মাঝে আমি ভীষণভাবে স্পর্শকাতর,
বিদেহী আত্মার স্পর্শে কেঁপে উঠি ,
উৎসর্গ করি সমগ্র শরীর ।
রক্তবিন্দু আর ক্ষুদ্র দেহকোষ জাগ্রত করে
সমর্পিত হই অশরীরীর কাছে ।
কখনো আবার আবেগশূন্য এ মন ,
নিরুত্তাপ থাকে শরীরী স্পর্শেও ,
রমণ হয়েও অস্পর্শিত থাকে আত্মা ।
জানি না কার বসবাস অন্দরমহলে ,
আমি, নাকি অন্য কেউ !
কে এই বিচিত্র রূপিণী অন্দরমহল বাসিনী ?
শুধুই অচেনা রয়ে যায় ,
হলো না আজো পরিচয় তার সাথে ।
ছবি ঃ ইন্টারনেট
উৎসর্গ ঃ সকল দিশেহারা পথিককে ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৪