নিভু নিভু সন্ধ্যেবেলায় ছিলেম দুজনে দুজনায় ,
ফালি ফালি মেঘের দল রাঙ্গানো ছিল আকাশময় ,
উড়ছিল গাংচিল , শুষ্ক মৃদু সমীরণ ,
আর সদ্য গীটারে তোলা স্পন্দিত সুর ,
কিছু অবিমিশ্রিত ভাষায় দেহযষ্টি পেয়েছিল নব্য সুর তরঙ্গ ।
একাত্ম হয়ে সুর সেধেছিলেম দুজনে দুজনার হয়ে ,
ভৈরবী কিংবা আশাবরী থেকে কম কিছু নয় ।
আজ এই উচ্ছল শ্যামলিমায় ঘেরা শুভ্র প্রভাত বেলায় রোমাঞ্চবিহীন একলা আমি !
আছে দিকে দিকে রমণীয় শোভা , বিশুদ্ধ সজীবতা,
আর অপার সম্ভাবনার জোয়ার ।
তবুও রিক্ততায় আবসন্ন ছন্দবিহীন সুর সেধে যাই।
বিবর্ণ বিষাদময়তায় ফিকে হয়েছে সাধনার সুর।
বিমূর্ত মৌনতার আক্ষেপ আর হাহাকারে
হারানো সুর খুঁজে ফিরি নবীন প্রভাতে ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৫