আজ হয়তো এই কাব্যটিও
লেখা হতোনা
যদি কিনা ঠোটে না জুটতো ভাষা,
যদি কিনা মা মুখে না তুলে দিতো আধো আধো বুলি;
আজ এই ভাষাতেই তো প্রভাত-নিশিতে
গুনমাল্য গেথে চলি
আজ হয়তো অন্তরের আবেগ
থেকে যেত মন অন্তরের সমুদ্রেই;
হয়তো জমে যেতে যেতে স্মৃতিতে
মরচে পড়ে যেত
মায়ের মুখের ভাষাকে সম্বল করেই
এক-আধটি শব্দ থেকে
আজ অবদি রচিত হয়েছে মহাকাব্য কত-শত।
আজ যে ভাষাতে আনন্দ ভাগ করি,
যে ভাষার তরিতে কখনোবা দুঃখের বোঝা ভরি
সে ভাষা মায়ের ভাষা
আজ হয়তো প্রতিবাদের ভাষা জানাতে
লিখা হতোনা পোষ্টার, ফেষ্টুন কিংবা ব্যানার
যদি কিনা ভাষার তরে প্রান দিতো
রফিক, সালাম, বরকত, জব্বার
নাম না জানাা কত স্বজন আর।
আজ যে ভাষাতে
আকুল স্বরে ডাকি মা
এই ভাষাতেই লুকিয়ে আছে
মিষ্টি মধুর ঝর্ণা
যে ভাষা এতো মধুর, যে ভাষায় এতো যাদু;
সে ভাষা ধরে ভাই
এ যে মোর প্রানের ভাষা
আমাদের এই বাংলা ভাষা।
উইলকিংসন রোড, সুসঙ্গ
১ লা-ফেব্রুয়ারী ২০১২
রাত্র-১.১৩ মিনিট