বিখ্যাত মনীষীদের উক্তি খাতায় লিখে জমিয়ে রাখা আমার একটা শখ বা অভ্যাস। দেখি আজকে আমার ব্লগ খাতায় কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কয়েকটা উক্তি লিখি।
"এই পৃথিবীতে সবচে মহৎ এবং সবচে ভয়ংকর পরিকল্পনাগুলো নাকি রাতে করা হয়। সাধুরা ঈশ্বর চিন্তা করেন রাতে।কুৎসিততম অপরাাধগুলি করতে অপরাধীরা রাতে বের হয়। সাধারণ মানুষের জন্য রাত হচ্ছে বিশ্রামের কাল।আর যারা অসাধারণ,তাদের জেগে থাকার সময়। আমি খুবই সাধারণ তবু মাঝে মাঝে অসাধারণ হতে ইচ্ছা করে। রাত জাগতে ভালো লাগে ..."
"এদেশের কিছু মজার ব্যাপার আছে।বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয়,বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয়।মেয়েমাত্রকেই অল্পবুদ্ধি ভাবা হয়।মেয়ে-ডাক্তার বললেই সবাই ভাবে ধাত্রী, যারা বাচ্চা ডেলভারি ছাড়া আর কিছু জানে না"
"এই ক্ষুদ্র জীবনে আমি বারবার দুঃখ পেয়েছি। বার বার. হৃদয় হা-হা করে উঠেছে।চারপাশের মানুষদের নিষ্ঠুরতা,হৃদয়হীনতায় আহত হয়ে কতবার মনে হয়েছে-এই পৃথিবী বড়ই বিষাদময় ।আমি এই পৃথিবী ছেড়ে অন্য কোন পৃথিবীতে যেতে চাই,যে পৃথিবীতে মানুষ নেই। চারপাশে পত্রপুষ্প শোভিত বৃক্ষরাজি। আকাশে চির-পূর্ণিমার চাঁদ। যে চাঁদের ছায়া পড়েছে ময়ূরাক্ষী নামের এক নদীতে।সেই নদীর সচ্ছ জলে সারাক্ষন খেলা করবে জোছনার ফুল। দূরের বন থেকে ভেসে আসে অপার্থিব সঙ্গীত..।।।''
''তিন খুব শক্তিশালী সংখ্যা। তিন এ আছে আমি, তুমি এবং সর্বশক্তিমান তিনি।সে জন্যই ত্রিভুবন, ত্রিকাল এবং ত্রিসত্যি। কবুল বলতে হয় তিনবার। তালাক বলতে হয় তিনবার। পৃথিবীতে রঙও মাত্র তিনটা। লাল,নীল এবং হলুদ। বাকি সব রঙ এই তিনের মিশ্রন।''
'' মৃত্যু শোক ভোলা যায় না বলে একটা ভুল কথা প্রচলিত আছে। সবচেয়ে সহজে যে শোক ভোলা যায়, তার নাম মৃত্যু শোক।সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষ হারিয়ে যাবার শোক।''
''একদল আনন্দ পেলে আরেকদলকে সেই পরিমাণ নিরানন্দের ভেতর দিয়ে যেতে হবে।বিজ্ঞানের ভাষায় Conservation Of আনন্দ।পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। একজন কেউ চরম আনন্দ পেলে অন্য একজনকে চরম দুঃখ পেতে হবে।''
''শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা যায় না। তারপরেও সব মানুষই কোন- না কোন সময় অনুভব করে তার হাত পায়ে কঠিন শিকল। শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহ ত্যাগ করে। ভাবে মুক্তি পাওয়া গেল।দশতলা বাড়ীর ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুতপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়।''
''ভালোবাসা এবং ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে ভালোবাসা আরেকপিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার মাঝে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যত গভীর তাদের মুদ্রার ঘূর্ণন তত বেশি। একসময় ঘূর্ণন থেমে যায়,মুদ্রা থপ করে পড়ে যায়। তখন কারও কারও ক্ষেত্রে দেখা যায় 'ভালোবাসা' লেখা পিঠটা বের হয়েছে, কারও কারও ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে।''
''আমার সেই মহান ম্যাজিশিয়ানের স্বরূপ জানতে ইচ্ছা করে,যিনি আমাদের সবাইকে অন্তহীন ম্যাজিকে ডুবিয়ে রেখেছেন!''
''সাধারণত দেখা যায় একজন মানুষ অন্য একজনকে বুঝতে পারে না। মূল কারণ 'হাইড এন্ড সিক' গেম। মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চাই অন্যরা তাকে খুঁজে বের করুক।''
''আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।''
এই ব্লগে জলারণ্য ভাইয়ার হুমায়ুন আহমেদের উক্তি নিয়ে অনেক সমৃদ্ধ পোষ্ট
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮