তবে কি আমি তোমার জন্য
কিছুই করতে পাবো না!
আমি আসাধারণ কেও নই।
আমি রবীন্দ্রনাথ ঠাকুর নই
তাই আমি তোমার জন্য-
প্রেমের গান লিখতে পারবো না,
আমি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নই
তাই আমি তোমার জন্য-
প্রেমের কবিতা লিখতে পারবো না,
আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নই
তাই আমি তোমার জন্য-
একগুচ্ছ প্রেমের উপন্যাস লিখতে পারবো না,
আমি হুমায়ূন আহমেদ নই
তাই আমি তোমার জন্য-
একের পর এক গল্প লিখতে পারবো না।
আমি কেবলই বসন্তের কোকিলের মত;
যে তোমায় অল্প সময়ের জন্য-
গান গাইয়ে ভুলিয়ে রাখবে,
আবার সময় হলে হারিয়েও যাবে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:০৪