ফেব্রুয়ারী, কি সৃষ্টি করেছ তুমি?
ইতিহাস, বিপ্লব, সংগ্রাম, ভাষা-
না কি আরও কিছু!
ইতিহাস? সে তো অনেক;
হাজারো ইতিহাস-
বই-পুস্তকে, ইন্টারনেটে এমনকি
মানুষের মাথাতেও!
ইতিহাস তো শিক্ষার্থীদের ভয়,
তবে কি তুমি ইতিহাস নও?
বিপ্লব? প্রতিনিয়ত ঘটছে-
আজ-কাল-পরশু প্রতিদিন
বিপ্লবী মনোভাব তো এখন
বাদামের দামে কিনতে পাওয়া যায়!
কেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে
বা কেও পিছন থেকে অনুপ্রাণিত করে
চেতনা তো বিপ্লবী মনোভাবেরই!
তবে কি ফেব্রুয়ারী তুমি বিপ্লব নও?
সংগ্রাম? তুমি সংগ্রাম!
কেবলই সংগ্রাম! অভিশপ্ত সংগ্রাম!
লাঞ্ছিত-বর্বরিত সংগ্রাম!
সংগ্রাম তো এখন তুচ্ছ,
সামান্য ঘটনাও না কি আজ সংগ্রাম
তবে কি তুমি সংগ্রাম নও?
একটি ভাষার জন্য এই ফেব্রুয়ারী-
বাংলা ভাষা-মায়ের ভাষা-মুখের ভাষা
যে ভাষা জন্ম দিয়েছে একটি জাতি,
যে ভাষায় আশ্রয় নিয়েছে শত কোটি লোক,
যে ভাষা আজ চিনিয়েছে এই দেশকে,
যে ভাষার জন্য জন্ম নিয়েছে-
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ফেব্রুয়ারী একটি ভাষার জন্য-
শিক্ষার্থীদের মনে গেঁথে দেয়া একটি ইতিহাস।
সালাম-বরকত-রফিক শত বিপ্লবীরাই
বিপ্লবী হতে শিখায় এই ফেব্রুয়ারী তে।
সামান্য না, অসামান্য ঘটনা বলেই
ফেব্রুয়ারী আজ চির-সংগ্রাম।
ফেব্রুয়ারী তুমি অজেয়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮