বসন্ত, তুমি আবার এসেছ?
তোমার রুক্ষতা নিয়ে!
গাছের ঝরা পাতায় মর্মর আওয়াজ
তুলতে তুমি এসেছ!
কড়া রোদের নিষ্প্রাণ দুপুর তো-
তোমারই আগমন।
তবে এবারও কি তুমি,
আমার জন্য কিছুই রাখবে না?
আমায় শূন্য করার পণ নিয়ে এসেছ, নিশ্চয়ই?
তবে করে দাও আমায় শূন্য।
লু হাওয়ায় আমি আজও তার,
চুলের গন্ধ পাই।
বছর পার হয়ে গেল-
কিন্তু আমার হাহাকার আজও;
বসন্তের প্রকৃতির মতো।
বসন্তের বর্বরতা আমি দেখতে চাই নি,
বসন্তের প্রেমের রূপটি, শুধু প্রেমের
রূপটি আমি পান করতে চেয়েছিলাম।
কিন্তু, বসন্ত তুমি আমাকে
উপহার দিলে এক নিষ্প্রাণ বর্বরতা!
একটুকরো বাসন্তী ভালবাসার জন্য,
আর পেলাম কি না-
একরাশ বসন্তের রুক্ষতা!
তবে আজ তোমার ইতি এখানেই।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭