সত্যি বলছি, আমি আজ ভালো আছি
তোমার নখের খোঁচায় কালো হয়ে যাওয়া-
হাতের কব্জিটা দেখে আমি ভালো আছি।
তোমার আর্ট করা পেন্সিলটার ধারালো
মাথাটা দেখে আমি ভালো আছি।
রক্তাক্ত হাত মুষ্টিবদ্ধ করে আমি
প্রতিজ্ঞা করতে পারি-
আমি ভালো আছি।
হয়তো তোমার জন্য,
তোমার লম্বা চুলের জন্য,
তোমার মায়াবী চোখের জন্য,
তোমার গোলাপি ঠোঁটের জন্য,
তোমার হাতের নখের জন্য-
আমি ভালো আছি।
বুকের বাম-দিকের চিনচিনে ব্যথা
অগ্রাহ্য করেই বলছি-
আমি ভালো আছি।
একগুচ্ছ গোলাপ নিয়ে আমি বলতে পারি;
আমি ভালো আছি।
সুতরাং আমি ভালো আছি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২