বেশী তো কিছু চাইনি
ওরে হাওয়া ঝড় হয়ে এলি।
তোর জন্য আধফোটা গোলাপটা,
মাটিতে ঝরে গেল।
ছোট্ট হলুদ পাখীটা
শিস দিচ্ছিল, দেবদারু গাছে বসে,
তোর জন্য সেও চলে গেল।
বেশী তো কিছু চাইনি;
সূর্য তোকে বলেছিলাম,
তোর ভোরের নরম মিঠে রোদ
ছড়িয়ে দে আমার স্যাতস্যাতে বিছানায়।
প্রখর তাপ নিয়ে এলি
ধানের গাছগুলো যেন শবদেহের মিছিল!
বটবৃক্ষের নীচে বসে অপেক্ষা করেছি
তোর অস্ত যাওয়ার সময়টুকু অব্দি;
ছোট্ট হলুদ পাখীটা তোর জন্য
আমার উঠোনে খেলতে পারেনি আজ।
বেশী তো কিছু চাইনি
ওরে বৃষ্টি প্লাবন হয়ে এলি।
সঙ্গে নিয়ে এলি বন্যাকেও
তোর ঝিরঝিরে অনুভুতি আমার বেশী ভাল লাগে
তোর জন্য ছোট্ট হলুদ পাখীটা
শিস দিতে দিতে চলে গেছে
নদীর ওপারে
ফিরে আসেনি আর!
একবার যদি ফিরে পেতাম তাকে!
শুধু একবার!
শু-ধু-এ-ক-বা-র!!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১