এমনও তো ঘটে
উৎকীর্ণ হয়ে, নিজেরই শব্দ শুনি নিজের ভেতরে
ক্রমশ ফিরে আসা হৃদয়ের রাত
প্রতিটি দীর্ঘ অমাবস্যা শেষে
তোমাকে মনে হয় মেধাবী ফুল
ফুটে আছো উজ্জ্বল রাতের দু'দিকে
এমন তীর করো না নিক্ষেপ নিজের শরীরে
ব্যথা ভুলে কাঁদবে তুমি পাখিদের শোকে
দু'একটি কথা যদি ফিরে আসে তীরে
নিজেকে দেখো তুমি মূর্তি শরীরে
নিজেকে শোনাও তুমি মাছের বয়ান
আহা, এমনও তো ঘটে
বিষাক্ত হয়ে উঠি নিঃশ্বাসে, বিশ্বাসে
আধোঘুমে চুপচাপ পাথরের প্রাণ
যতবার আঙুল ঠেকে নিজের আঙুলে
চমকে উঠে সরে যাই শরীরের দূরে