মেঘলা আকাশ বৃষ্টি হবে
সূর্য দহন আজ নিরবে
কোনও এক দক্ষিণায়নান্ত বৃত্তে
যেথা শূন্যে পূর্ণ শূণ্য চিত্তে।
আর কদম্বেরি !
সেতো চতুর্মাত্রিক হেরি
তবুও বৃষ্টি হোক ; অনাগত দিনে
ভিজুক কায়া আমিত্বের গহীনে।
এভাবেই স্বভাবেই শ্রাবন্তীর শ্রাবণ
প্রান্তরের বারিধারায় উপচে পড়ে মন।
জানি, আকাশ মেঘলা বৃষ্টি হবে
সিক্ত রবে; অনুভূতির অনুভবে।
আমি সে ধারাতেই ধারাবাহিক
আকাশ! সে যেদিক থেকেই যন্ত্রণা দিক!
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫