আমি সভ্য আমি সভ্যতা,
আমি শিখেছি শোভিত সুশীলতা,,
আমি উদার আমি পরমত সহিষ্ণু,
আমি হিংস্রতার গলা চেপে ধরা সেই বিষ্ণু!
তুমি বর্বর তুমি বর্জিত,
তুমি বিবেকের আদালতে লজ্জিত!
তুমি উগ্র তুমি প্রেমঘাতী,
তুমি মীরজাফরের হাতে যেন নগ্ন চাপাতি!
আমি গর্বিত আমি বন্ধন,
আমি নিপীড়িতের আর্ত ক্রন্দন,,
আমি স্বাধীনতা আমি স্বপ্ন,
আমি চিরসত্যের পবিত্র মোহিত লগ্ন!
তুমি মিথ্যায় স্নাত চোরাবালি,
তুমি ধ্বংসের উল্লাসে দাও তালি,
তুমি পারবেনা কখনো রুখতে আমায়,
তুমি উড়ে যাবে মহাকালের ঘূর্ণি হাওয়ায়!
আমি সৃষ্টি আমি উচ্ছাস,
আমি "আমাদের" সভ্যতায় করি বসবাস,,
আমি শান্তির পথে ঘাটে চলি আমরণ,
আমি "তোমাদের" থামাবই,, এই দৃঢ় পণ!
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭