ইচ্ছে হয় রংধনু তোমায় ছুঁয়ে দেখি,
তোমার রংয়ে জীবনটা মেখে যাই।
আমার ইচ্ছেটা দিগন্তে নিষ্ক্রিয় পড়ে থাকে,
স্বপ্নেরা পুড়ে ঝরে পড়ে বিধ্বস্ত ছাই।
উল্কার রোষ, তারার কটাক্ষ গায়ে মাখি না।
এই রূপালী আকাশের জামায় গা এলিয়ে দেই!
তুমি আর একটিবার উদিত হও আমার জন্যে,
নিরাশায় আচ্ছন্ন উন্মাতাল অমানিশাতেই!
তোমার তরে সাঁজানো এই সিক্ত আকাশ,
এই একপশলা বৃষ্টির উচ্ছল আয়োজন।
তবু তুমি কেন অন্য আকাশ নিয়ে মাতো?
অঝরে ঝরে আমার বেদনার রক্তক্ষরণ!
স্বপ্নের চড়া রংগুলো কি তোমার কাছে ঋণী?
স্বর্গসুখ বুঝি তোমার ফোয়ারা থেকেই আসে?
এইজন্যেই কি এরা তোমার মতোই ক্ষণস্থায়ী?
এরা বেঁচে থাকে শুধুই নিঃশব্দ দীর্ঘশ্বাসে!
রংধনু তুমি নাকি সূর্যালোকের বিভ্রম?
ঈষৎ স্বচ্ছ মেঘের ছলনার খেলাঘর?
মুদ্রার ওপিঠের স্বার্থে তাহলে তুমিই দায়ী?
তোমার সপ্তরঙ্গে দেখি দুঃখের বিসর্গ!
নিস্তব্দ রাত্রির হাত ধরে পালায় রংধনুর স্বপ্ন,
হঠাৎ হঠাৎ খটকা মোচড় মেরে যায়!
এই স্বপ্নে তো বিরাট গলদ হয়ে আছে দেখি!
নাহলে-
ঘোর অমানিশার আকাশে কি কেউ রংধনু বুনতে চায়?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০