আমার কাছে এসেছিলো পৃথিবী!
তার পাঁজরে তাকিয়ে দেখলাম!
আবছা আবছা ঘোলাটে সবকিছু যেন!
বাস্তবতার কালো বায়োস্কোপে চোখ এলিয়ে
আমি দেখেছি পৃথিবীর পাঁজর!
সেখানে সভ্যতা- অসভ্যতা মিলেমিশে একাকার।
পৃথিবীটা আমার সঙ্গে কথাও বলেছে!
সেই স্বরে ছিলো ছলনা মেশানো হাসি!
অবশ্য হাসলে তাকে অদ্ভুদ সুন্দর লাগে!
সে স্বপ্নের আলতায় রাঙ্গিয়েছে আমার পা!
আলতার সেই রং ছিলো কালো!
ঠিক যেন আলকাতরা!
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮